বাংলা

চীনা ফিল্ম-২০২৩

CMGPublished: 2024-01-17 15:33:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম হিসেবে চলচ্চিত্র গত এক বছরে সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতার আদান-প্রদানে ভূমিকা পালন করেছে। বিভিন্ন আমদানিকৃত চলচ্চিত্র দেশীয় চলচ্চিত্রের বাজারকে সমৃদ্ধ করেছে এবং দেশীয় চলচ্চিত্রগুলো বিদেশে সক্রিয়ভাবে চীনা সংস্কৃতির আকর্ষণ প্রদর্শন করেছে। ফলে চীন ও অন্যান্য দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময়ের আরও বিস্তৃত পথ খুলেছে।

বিভিন্ন বৈশিষ্ট্যময় আমদানিকৃত চলচ্চিত্রগুলো দর্শকদের বেশি দৃষ্টিও আকর্ষণ করেছে গত বছরে। আমদানিকৃত মুভিগুলোর বক্সঅফিসের আয়ের দিক থেকে দেখা যায়, চীনা দর্শকদের মুভি উপভোগের চাহিদা আরও বৈচিত্র্যময় হয়েছে।

বিদেশে চীনা চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছে। ‘দ্য ওয়ান্ডারিং আর্থ-২’ মুভিটি বিদেশের নানা শহরে মুক্তি পায় এবং চীনের বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর মুভির বৈশিষ্ট্য তুলে ধরে। ‘ক্রিয়েশন অব দ্য গডস ১: কিংডম অব স্টর্মস’ মুভিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয় এবং আরও বেশ কয়েকটি চীনা মুভি বিদেশের বড় পর্দায় আবির্ভূত হয়েছে।

তাছাড়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে চীনা চলচ্চিত্র প্রদর্শনী বা উত্সব আয়োজন এবং কান চলচ্চিত্র উত্সব ও মার্কিন চলচ্চিত্র বাজারে চীনা মুভির যৌথ বুথ স্থাপনের মাধ্যমে চীনা চলচ্চিত্র প্রসঙ্গে বিদেশি চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাশোনা গভীরতর হচ্ছে। কান চলচ্চিত্র উত্সব চলাকালে ‘চীনা চলচ্চিত্রের তরুণ ব্যক্তিদের রাত’ কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি তরুণ চীনা চলচ্চিত্র ব্যক্তিদের প্রবেশকে এগিয়ে যাওয়া এবং বিশ্বের বড় আকারের চলচ্চিত্র উত্সবে সাফল্য অর্জনে সহায়ক হয়েছে।

এখন চীনা ও বিদেশি চলচ্চিত্র বিনিময়ের প্লাটফর্ম বিস্তৃত হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম গোল্ডেন পান্ডা পুরস্কার সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে উন্মোচিত হয়। এটি চলচ্চিত্র ও টিভি নাটককে বাহক হিসেবে পান্ডাকে সংস্কৃতিক প্রতীক হিসেবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলাকে উদ্দেশ্য হিসেবে নির্ধারিত একটি আন্তর্জাতিক প্রচার পুরস্কার।

চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাং ই মৌ বলেন, “ভালো শিল্পকর্ম একটি সেতু এবং বিশ্বের সঙ্গে যোগাযোগকারী মানুষের মতো। সবাই শিল্প ও সৌন্দর্য পছন্দ করেন এবং উপভোগ করেন এবং অনুপ্রেরণাদায়ক ও চিন্তায় পূর্ণ শিল্পকর্ম দেখতে পছন্দ করেন।”

লিলি/রহমান

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn