বাংলা

চীনা ফিল্ম-২০২৩

CMGPublished: 2024-01-17 15:33:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, বক্সঅফিস চলচ্চিত্রের মূল্যায়নের একমাত্র মানদণ্ড নয়। বিগত এক বছরে কিছু মুভি বক্সঅফিস আয়ের প্রথম দশটি স্থানে প্রবেশ করেনি, তবে সেগুলোতে নির্মাতাদের সক্রিয় অন্বেষণও ফুটে উঠেছে।

গত বছরে বসন্ত উত্সব এবং গ্রীষ্মকালীন ছুটিসহ নানা বিশেষ সময়পর্বে চলচ্চিত্রের বক্সঅফিস আয় বেশ বাড়ে।

২০২৩ সালের পর থেকে জাতীয় চলচ্চিত্র ব্যুরো সাপ্তাহিক ছুটির সময় ভালো চলচ্চিত্রের মুক্তিকে উত্সাহিত করছে। চীনের অনেক জায়গার চলচ্চিত্র বিভাগগুলো চলচ্চিত্রের টিকিটের দামে ডিসকাউন্টের ব্যবস্থা করছে এবং মুভি দেখার কুপন প্রদানের মাধ্যমে প্রেক্ষাগৃহে প্রবেশে আরও দেশি দর্শকদের উত্সাহিত করছে।

২০২৩ সালের আগস্ট মাসে জাতীয় চলচ্চিত্র ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত চীনা মুভির নতুন শক্তিবিষয়ক ষষ্ঠ ফোরাম চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে অনুষ্ঠিত হয়। কীভাবে চীনা চলচ্চিত্রের আরও সমৃদ্ধ উন্নয়নে অবদান রাখা যায়, সে বিষয়ে আলোচনা করতে একত্রিত হন চীনের বিভিন্ন স্থানের তরুণ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘দ্য ওয়ান্ডারিং আর্থ-২’, ‘বর্ন টু ফ্লাই’, ‘লস্ট ইন দ্য স্টার্স’, ‘নো মো বেটস’, ‘হু ইস দ্য সাসপেক্ট’, ‘এন্ডলেস জার্নি’ - এক বছরে তরুণ চলচ্চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকার একের পর এক দেখা দেয়।

বিশেষজ্ঞদের কাছে এসব তরুণ চলচ্চিত্র পরিচালকদের শিল্পকর্মগুলো দারুণ হয়েছে। শাংহাই বিশ্ববিদ্যালয়ের শাংহাই ফিল্ম একাডেমির অধ্যাপক লিউ হাই বোং বলেন, পাণ্ডুলিপি তৈরি করা কিংবা অডিওভিজ্যুয়াল ভাষার অভিব্যক্তি, যাই হোক না কেন, চীনা তরুণ চলচ্চিত্র ব্যক্তিদের সৃষ্টির মান ক্রমশই পরিপক্ব হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ২০২৩ সালে নতুন দেশীয় চলচ্চিত্রগুলো বিষয় অনুসন্ধানে অগ্রগতি অব্যাহত রাখে এবং দর্শকদেরকে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সততা ও উদ্ভাবন দেখিয়ে দেয়।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn