বাংলা

চীনা ফিল্ম-২০২৩

CMGPublished: 2024-01-17 15:33:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৪ সালের পহেলা জানুয়ারি চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরোর উদ্যোগে প্রকাশিত তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, সদ্যসমাপ্ত ২০২৩ সালে চীনের চলচ্চিত্রের বক্সঅফিসের মোট আয় ছিলো ৫ হাজার ৪৯২ কোটি ইউয়ান রেনমিনপি এবং চলচ্চিত্র দর্শকদের সংখ্যা ছিল ১২৯ কোটি ৯০ লাখ। সেগুলোর মধ্যে দেশীয় চলচ্চিত্রের বক্সঅফিসের আয় ছিল ৪ হাজার ৬শ’ কোটি ইউয়ান রেনমিনপি, যা মোট বক্সঅফিস আয়ের ৮৩ দশমিক৭৭ শতাংশ।

‘দ্য ওয়ান্ডারিং আর্থ-২’ চলচ্চিত্রে এ শিল্পের নতুন অগ্রগতি ফুটে ওঠে, ‘ছাং আন’ এবং ‘ক্রিয়েশন অব দ্য গডস ১: কিংডম অব স্টোর্মস’সহ বিভিন্ন মুভি চীনা জাতির শ্রেষ্ঠ ও প্রথাগত সাংস্কৃতিক বহন করে। ‘নো মো বেটস’ এবং ‘নেভার সে নেভার’সহ বাস্তবতাভিত্তিক মুভিগুলো দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ‘দ্য ভোলেনটিয়ার্স: টু দ্য ওয়ার’ এবং ‘বর্ন টু ফ্লাই’সহ মুলধারার মুভিগুলোতে মানসিক শক্তির অসাধারণ প্রদর্শনী দেখা যায়। চীনা চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের সৃজনশীলতা বাড়ছে, চলচ্চিত্রের থিম বৈচিত্র্যময় হচ্ছে এবং মুভি বাজারের পরিস্থিতি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।

কোনো কোনো বিশেষজ্ঞ আশা করেন, আরও বেশি সৃষ্টিশীল মানুষ চীনা জাতির শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে বাস্তব জীবনে ঝাঁপিয়ে পড়বেন এবং সৃষ্টির আরও বেশি উপাদান খুড়ে বের করবেন।

২০২৩ সালে চীনের চলচ্চিত্রের বক্সঅফিস আয়ের তালিকায় শীর্ষ ১০টি চলচ্চিত্রের সবগুলোই দেশীয় চলচ্চিত্র। এ প্রসঙ্গে চীনের কলা একাডেমির অধ্যাপক চি ফেই না বলেন, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোতে ঐতিহ্যগত সংস্কৃতি ও জনগণের জীবন তুলে ধরা হয় এবং মুভিগুলোর মানও স্পষ্টভাবেই উন্নত ছিল। তিনি বলেন, “দেশীয় মুভিগুলোর বক্সঅফিসের আয়ের ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। এতে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং অগ্রগতি প্রতিফলিত হয় এবং সংস্কৃতির প্রতি চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের আস্থাও বাড়ে।”

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn