বাংলা

স্বল্প বাজেটের চলচ্চিত্র নির্মাণে গুরুত্বারোপ

CMGPublished: 2023-12-28 10:37:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্বল্প ও মধ্যম বাজেটের চলচ্চিত্রগুলোর উন্নয়ন নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলাপ করবো।

‘প্যাথ অব দ্য সাউল’, ‘থার্লো’, ‘অ্যা কুল ফিশ’ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে নির্মিত স্বল্প বাজেটের জনপ্রিয় চলচ্চিত্র। এসব চলচ্চিত্রের মধ্যে কোনো কোনোটির শক্তিশালী আঞ্চলিক বৈশিষ্ট্য রয়েছে। কোনোটিতে আবার নির্মাতাদের একটি স্বতন্ত্র ব্যক্তিগত শৈলীও স্থান পেয়েছে। তাদের গল্প বলার পদ্ধতি এবং উপস্থাপনার কৌশলগুলোতে উদ্ভাবনের ছোঁয়া লেগেছে। এসবের মাধ্যমেই তারা জনপ্রিয়তা লাভ করেছে।

সম্প্রতি ২৫তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত ‘স্বল্প বাজেটের চলচ্চিত্রের সৃজনশীলতা ও উন্নয়নের পথ’ শীর্ষক এক ফোরামে চলচ্চিত্রাঙ্গনের বিজ্ঞজনেরা এ ধরণের চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে আলাপ এবং চলচ্চিত্র বাজারের বহুমুখী উন্নয়নকে বেগবান করার প্রস্তাব ও মতামত উত্থাপন করেছেন।

স্বল্প বাজেটের চলচ্চিত্রের মানে কী?

চায়না ফিল্ম কর্পোরেশন লিমিটেডের মহাপরিচালকের সহকারী চাং তা ইয়োং বলেন, নির্মাণের দৃষ্টিকোণ থেকে বলা যায়, প্রায় ৫ কোটি ইউয়ান বাজেটের চলচ্চিত্রগুলোকে মধ্যম বাজেটের এবং ২ থেকে ৩ কোটি ইউয়ান বাজেটের চলচ্চিত্রগুলোকে স্বল্প বাজেটের চলচ্চিত্র বলা যেতে পারে।

ফোরামে অংশগ্রহণকারীরা মনে করেন, এসব সিনেমাকে আরও বেশি মনোযোগ আকর্ষণ করতে চাইলে তাদের বিষয়বস্তু ও নির্মাণ শৈলীকে আরও শক্তিশালী করতে হবে।

চায়না ফিল্ম অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন হোং বলেন, ‘দর্শকদের টানতে স্বল্প ও মধ্যম বাজেটের চলচ্চিত্রগুলোর স্ক্রিপ্ট, বিষয়বস্তু, বর্ণনা শৈলী এবং অভিনয়ের ক্ষেত্রে পার্থক্য থাকতে হবে।’

‘প্যাথ অব দ্য সাউল’ এবং ‘থার্লো’ প্রাণবন্তভাবে চীনের তিব্বত অঞ্চলের বৈশিষ্ট্যময় প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে। ‘অ্যা কুল ফিশ’ একদল ছোট মানুষের বিচিত্র চরিত্র উপস্থাপন করেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn