বাংলা

চীনের বৃত্তিমূলক শিক্ষা রুয়ান্ডার শিল্পের চাহিদা পূরণ করছে

CMGPublished: 2023-12-21 14:55:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি আরো বলেন,

“লুবান ওয়ার্কশপ-প্রদত্ত প্রশিক্ষণ ব্যাপকভাবে স্বীকৃত। তাই প্রশিক্ষণার্থীরা তাদের দক্ষতা উন্নত করার সুযোগের জন্য কৃতজ্ঞ। প্রশিক্ষণটি শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংশ্লিষ্ট শিক্ষকরা লুবান ওয়ার্কশপের প্রশিক্ষণ থেকে উপকৃত হন। লুবান ওয়ার্কশপ শিক্ষকদের যোগাযোগ ও আলোচনার একটি প্ল্যাটফর্মও প্রদান করেছে; স্কুলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সামগ্রিক স্তরের উন্নতি করেছে।”

এটি শিক্ষার্থী ও কর্মীদেরকে তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যাপক জ্ঞান ও মূল্যবান বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এটি অংশগ্রহণকারীদের কর্মক্ষমতা উন্নয়নে এবং সাংগঠনিক বিস্তৃতিকে সমর্থন দিতে তাদের নতুন দক্ষতা প্রয়োগের প্রতি আত্মবিশ্বাস তৈরিতে সহায়ক হবে।

আজ, লুবান ওয়ার্কশপ চীন ও রুয়ান্ডার মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড’-এর উচ্চ-মানের যৌথ নির্মাণ প্রক্রিয়ায় মানুষের সঙ্গে মানুষের আদান-প্রদান এবং জনগণের বন্ধনের একটি গুরুত্বপূর্ণ বাহক হয়ে উঠেছে। জিনহুয়া পলিটেকনিক কলেজের উপপ্রধান ছেন হাইরোং বলেন,

“ছয় বছরের অন্বেষণ ও অনুশীলনের পর রুয়ান্ডার দ্য ইন্টিগ্রেটিড পলিটেকনিক রিজিওনাল কলেজ মুসাজে বা লুবান ওয়ার্কশপ ভাষা দক্ষতার সাথে একদল প্রযুক্তিগত দক্ষ প্রতিভা গড়ে তুলেছে। তাছাড়া, চীন ও রুয়ান্ডার মধ্যে শিক্ষাদান ক্ষেত্রের যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং উৎপাদন সক্ষমতা সহযোগিতাকে উন্নীত করেছে এই ওয়ার্কশপ।

লিলি/রহমান

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn