চীনের বৃত্তিমূলক শিক্ষা রুয়ান্ডার শিল্পের চাহিদা পূরণ করছে
২০২৩ সাল হলো যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণের প্রক্রিয়ায় চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র তবে সুন্দর’ প্রকল্পগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য কল্যাণ বয়ে এনেছে এবং তাদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে।
আজকের অনুষ্ঠানের প্রথম অংশে সবাই মিলে রুয়ান্ডা যাবো। জিনহুয়া পলিটেকনিক কলেজের রুয়ান্ডা লুবান ওয়ার্কশপ রুয়ান্ডার দ্য ইন্টিগ্রেটিড পলিটেকনিক রিজিওনাল কলেজ মুসাজে নামে পরিচিত। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এ কলেজটি রুয়ান্ডার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বাস্তবসম্মত চাহিদা অনুযায়ী সেদেশের জন্য প্রয়োজনীয় ধীশক্তি প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে দেশ দু’টির সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের বন্ধনের প্লাটফর্মও স্থাপন করেছে।
রুয়ান্ডা লুবান ওয়ার্কশপ হলো চীনের চেচিয়াং প্রদেশের জিনহুয়া পলিটেকনিক কলেজের ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় যৌথ নির্মাণের গুরুত্বপূর্ণ সাফল্যের অন্যতম। রুয়ান্ডার ‘রূপকল্প ২০৫০’ উন্নয়ন পরিকল্পনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তিকে জাতীয় উন্নয়নের মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। রুয়ান্ডার লুবান ওয়ার্কশপ দেশটির শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রতিভাকে জরুরিভিত্তিতে প্রশিক্ষণ দিতে শুরু করে। জিনহুয়া পলিটেকনিক কলেজের নেটওয়ার্ক প্রযুক্তি বিভাগের শিক্ষক চু মো ছি বলেন,
“আমার পেশাগত দক্ষতার বিবেচনায় আমি নেটওয়ার্ক প্রযুক্তি উন্নয়ন ডেটা টীকাকে জনপ্রিয় করার দিকে মনোনিবেশ করতে চেয়েছিলাম এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রুয়ান্ডার ঐতিহ্যবাহী শিল্পগুলোকে রূপান্তরিত করতে সাহায্য করতে চেয়েছিলাম। আমি আশা করি, নিজের শিক্ষাদানের মাধ্যমে আমি রুয়ান্ডার অংশীদার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি’র উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করতে পারবো।”