উগান্ডার একজন চলচ্চিত্র পরিচালকের কংফু মুভি’র স্বপ্ন
উগান্ডায় ‘দশ সহস্রাধিক গ্রামে স্যাটেলাইট টিভির প্রবেশগম্যতা’ প্রকল্প বাস্তবায়নের পাঁচ বছরেরও বেশি সময়ে প্রকল্পটি কেবল স্থানীয় গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়নকে বেগবান করেনি, বরং বিশ্বকে আরও ভালভাবে বোঝা এবং দৃষ্টিসীমা প্রসারিত করার ক্ষেত্রে স্থানীয় জনগণের জন্য একটি মাধ্যম হয়েছে। এ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মুকুরু ফিলিপ মনে করেন, প্রকল্পটি উগান্ডার জনগণের জন্য বিশাল পরিবর্তন বয়ে এনেছে। তিনি বলেন,
“এটি চীনা সংস্কৃতি এবং চীনারা কীভাবে কাজ করে সে সম্পর্কে উগান্ডাবাসীদের বোঝাপড়া আরও গভীর করতে সহায়তা করছে। এই প্রকল্পের মাধ্যমে অনেক লোক উগান্ডা ও চীনের সহযোগিতার ব্যাপারে আরও আস্থাশীল হয়েছে।”