বাংলা

উগান্ডার একজন চলচ্চিত্র পরিচালকের কংফু মুভি’র স্বপ্ন

CMGPublished: 2023-11-16 13:50:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“আমরা স্থানীয় হলে সিনেমা দেখতাম। আপনার কাছে খুব বেশি বিকল্প ছিল না। কারণ বেশিরভাগ লোক সিনেমা নয়, ফুটবল খেলা দেখতো। অবশ্য আপনি ডিভিডি কিনে বাড়িতে দেখতে পারতেন, কিন্তু অনেকের বাড়িতে টিভি সেট ছিলনা। এখন স্যাটেলাইট টিভির সেবা নেওয়ার পর আমি আমার দলের সাথে সিনেমা দেখার সুযোগ পাচ্ছি।”

নাবওয়ানা-উদ্ধৃত স্যাটেলাইট টিভি আসলে ২০১৮ সালে শুরু হওয়া ‘দশ সহস্রাধিক গ্রামে স্যাটেলাইট টিভির প্রবেশগম্যতা’ প্রকল্প। ২০১৫ সালে চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামে প্রস্তাবিত সাংস্কৃতিক ক্ষেত্রে দু পক্ষের সহযোগিতার একটি পদক্ষেপ হিসেবে ‘দশ সহস্রাধিক গ্রামে স্যাটেলাইট টিভির প্রবেশগম্যতা’ প্রকল্পটি আফ্রিকান দেশগুলোর ১০ হাজারের বেশি গ্রামে স্যাটেলাইট ডিজিটাল টিভি সংকেত প্রদান করে।

উগান্ডার প্রকল্পটি ২০১৮ সালের জুলাই মাসে চালু হওয়ার পর থেকে দুটি পর্যায় অতিক্রম করে এসেছে। দেশটির মোট ৯০০টি গ্রাম এবং ১৮ হাজার টিরও বেশি পরিবার স্যাটেলাইট টিভি অনুষ্ঠান দেখেছে এবং এতে ১০ লাখ মানুষ উপকৃত হয়েছে।

আজকাল নবওয়ানা এবং তার দলের সদস্যরা ‘দশ সহস্রাধিক গ্রামে স্যাটেলাইট টিভির প্রবেশগম্যতা’ প্রকল্পের মাধ্যমে আসা টিভি সংকেতের সাহায্যে যা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো চীনের স্যাটেলাইট টিভি অপারেটরদের কংফু চ্যানেল। চ্যানেলটিতে প্রতিদিন প্রচারিত চীনা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানগুলো নবওয়ানা ও তার অংশীদারদের সৃজনশীল অনুপ্রেরণা দিয়ে থাকে। নবওয়ানা চীনা চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা চালানোর আশাও পোষণ করেন। তিনি বলেন,

“আমার ভবিষ্যৎ চলচ্চিত্রের স্বপ্ন হলো চীনা চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজ করা। যদি কোনও চীনা গ্রুপ বা কোম্পানি আমাদের সাথে সহযোগিতা করে তাহলে আমরা খুব খুশি হবো। আমরা প্রচুর মার্শাল আর্ট ফিল্ম তৈরি করেছি, বিশেষ করে চীনা সংস্কৃতি ও চীনা কংফু নিয়ে। সহযোগিতা করতে পারলে তা অর্থপূর্ণ হবে, কারণ আমি চীন ও উগান্ডার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্প বলতে পারবো।’

নবওয়ানা’র মতো ওয়াকালিউড গ্রামে ‘দশ সহস্রাধিক গ্রামে স্যাটেলাইট টিভির প্রবেশগম্যতা’ প্রকল্পে উপকৃত হওয়া লোকজন আরও অনেক আছে। প্রাথমিক স্কুল ও হাসপাতালে স্যাটেলাইট টিভি সংযোগ নেওয়ার পর স্থানীয় শিক্ষাদান ও চিকিত্সার পরিবেশও উন্নত হয়েছে। সেন্ট ক্লায়ার প্রাথমিক স্কুলে চীনের কার্টুন চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্কুলের শিক্ষক ওকেলো গডফ্রে বলেন,

“শিক্ষার্থীরা বিদেশের ভিডিও ও অনুষ্ঠান উপভোগের মাধ্যমে উপকৃত হবে এবং তারা বিদেশের জীবন সম্পর্কে জানতে পারবে।”

একজন শিক্ষার্থী জানায়, চীনা চলচ্চিত্র ও কার্টুন তাকে চীনা ভাষায় আগ্রহী করে তুলেছে। তিনি বলেন,

“হোমওয়ার্ক শেষ করার পর আমরা এখানে সিনেমা ও কার্টুন দেখতে পারি। আমি সেগুলো খুব পছন্দ করি। এমন একটি প্রকল্প আনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন যদি কেউ আমাকে সাহায্য করেন, আমি চীনা ভাষা শিখতে চাই।”

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn