উগান্ডার একজন চলচ্চিত্র পরিচালকের কংফু মুভি’র স্বপ্ন
২০২৩ সাল হলো যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণের প্রক্রিয়ায় চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ‘ক্ষুদ্র তবে সুন্দর’ প্রকল্পগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য কল্যাণ বয়ে এনেছে এবং তাদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে।
আজকের অনুষ্ঠানের প্রথম অংশে একসঙ্গে উগান্ডার একজন চলচ্চিত্র পরিচালকের কংফু মুভি’র স্বপ্নের ওপর দৃষ্টি দেবো। আইসাক নাবওয়ানা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একজন চলচ্চিত্র পরিচালক। তিনি কংফু চলচ্চিত্র নির্মাণে সুদক্ষ। চীনের স্যাটেলাইট টিভির সেবাদানকারী ব্যবসায়ী এবং উগান্ডা সরকারের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের কল্যাণে তিনি স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত চীনা কংফু মুভি থেকে অনুপ্রেরণা পেয়েছেন। উগান্ডায় প্রকল্পটির চালু করার ৫ বছরে নাবওয়ানার মতো অধিক থেকে অধিকতর সংখ্যক মানুষ আরও বেশি করে বিশ্ব সম্পর্কে জানতে পেরেছেন এবং নিজ নিজ স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন।
উগান্ডার রাজধানী কাম্পালা থেকে গাড়িতে প্রায় ২০ মিনিটের দূরত্বে ওয়াকালিউড নামের একটি ছোট্ট গ্রাম রয়েছে। সেখানকার ওয়াকালিউড ফিল্ম স্টুডিও কংফু সিনেমার শুটিংয়ের জন্য বিখ্যাত।
এ ফিল্ম স্টুডিওয়ের মালিক ও পরিচালক নাবওয়ানা ‘উপজাতি নেতা’ শিরোনামে একটি মুভি শুটিং করছেন। নিজের প্রচেষ্টার মাধ্যমে উপজাতির বৃদ্ধ প্রধানের ছেলে কীভাবে সকলের কাছে প্রশংসিত নেতা হয়ে ওঠেন, তার গল্প তুলে ধরা হয় চলচ্চিত্রটিতে। এতে অনেক মার্শাল আর্ট দৃশ্য রয়েছে।
নাবওয়ানা বলেন, চীনের কংফু চলচ্চিত্র দেখা এবং সেগুলো থেকে কংফু শেখা হলো তার বরাবরের স্বপ্ন। তবে আগে গ্রামে সুবিধা খুব সীমিত ছিলো। তিনি বলেন,