বাংলা

চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির উপ-প্রধান নকশাকার ও চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লি উই

CMGPublished: 2023-10-26 10:00:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ বছর আগের ১৫ অক্টোবর চীনের প্রথম মানববাহী মহাকাশযান শেনচৌ-৫ আকাশে উড়ে যায়। মহাকাশচারী ইয়াং লিওয়েই চীনা জনগণের প্রতিনিধিত্ব করে প্রথমবারের মতো মহাকাশে যান। একুশ ঘন্টা ২৩ মিনিট পর তিনি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসেন। এ অভিযানের মধ্য দিয়ে চীনা জাতির হাজার বছরের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হয়।

বিশ বছর পর সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির উপ-প্রধান নকশাকার ইয়াং লিওয়েই মহাকাশ-যাত্রা স্মরণ করে আবেগের সঙ্গে বলেন: “প্রথম আকাশে উড়ে যাওয়া থেকে সার্বিকভাবে মহাকাশ স্টেশনের সম্পূর্ণ সমাপ্তি পর্যন্ত ২০ বছরে চীনের মনুষ্যচালিত মহাকাশ শিল্প ব্যাপকভাবে বিকাশিত হয়েছে। একজন অংশগ্রহণকারী ও সাক্ষী হিসেবে আমি উত্তেজিত ও গর্বিত।”

১৯৯৮ সালের ৫ জানুয়ারি, ইয়াং লিওয়েই ও তার ১৩ জন সহকর্মী পাঁচ তারকাঘচিত লাল পতাকার সামনে ভাবগাম্ভীর্যের সঙ্গে শপথ নেন এবং আনুষ্ঠানিকভাবে চীনা মহাকাশচারী ব্রিগেডের সদস্য হন। তারপর থেকে আকাশে উড়ে যাওয়া তার আসল উদ্দেশ্য ও মিশন হয়ে ওঠে, যা তিনি সর্বদা মেনে চলেন।

চীনা জনগণের আকাশে উড়ে যাওয়ার যাত্রায় অনুসরণ করার মতো কোনও অভিজ্ঞতা ছিল না এবং কোনও সংক্ষিপ্ত পথও ছিল না। সবকিছুই শুরু থেকে করতে হয়। পাঁচ বছর যাবত দিনরাত কঠোর প্রশিক্ষণের পর তিনি প্রথম সাফল্য নিয়ে চীন ও চীনা জনগণের প্রতিনিধিত্ব করে মহাকাশ অভিযান চালান।

২০০৩ সালের ১৫ অক্টোবর ইয়াং লিওয়েই শেনচৌ মহাকাশযানে মহাকাশ-যাত্রা শুরু করেন। তিনি বলেন, “এটি এমন একটি দিন, যা আমি কখনই ভুলবো না। এখন যখন আমি ২১ ঘন্টা ২৩ মিনিট উড়ার কথা ভাবি, তখন মনে হয়, প্রতি মিনিট ও প্রতি সেকেন্ড ছিল অতি মূল্যবান ও অবিস্মরণীয়।”

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn