বাংলা

৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক ছেন উই ইয়া

CMGPublished: 2023-07-27 15:06:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আটাশ জুলাই থেকে চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমস বা সামার ইউনিভার্সিয়েড। ৮ অগাস্ট পর্যন্ত চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা।

২০০১ সালে ছেন উই ইয়া বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। বিশ বছরেরও বেশি সময় পর তিনি আবার বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০ বছরেরও বেশি সময়ে তিনি চীনের ক্রীড়াঙ্গনে প্রাণবন্ত উন্নয়ন এবং দেশের সমৃদ্ধি প্রত্যক্ষ করেছেন।

ছেন উই ইয়া বলেন, বিশ্ববিদ্যালয় গেমসের সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। এবার তিনি বিশ্বের তরুণ-তরুণীদেরকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিতে চান।

ছেন উই ইয়া বলেন, এ ক্রীড়া প্রতিযোগিতার শ্লোগান হলো ‘স্বপ্ন অর্জন’। এই শ্লোগানের সঙ্গে মিল রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের থিমের। উদ্বোধনী অনুষ্ঠানের অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের ৯৯ শতাংশ হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে কোনো বিখ্যাত গায়ক বা অভিনেতা-অভিনেত্রী থাকছেন না। কেবল কয়েকটি কঠিন পরিবেশনা পেশাগত তরুণ অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে করানো হচ্ছে।

ছেন উই ইয়া মনে করেন, বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আসলে তারুণ্যের এক মহাসম্মিলনী। উদ্বোধনী অনুষ্ঠানে সব সময়ই তারুণ্য ও স্বপ্নের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বপ্ন বাস্তবায়ন, কঠোর পরিশ্রম এবং তারুণ্য ও বন্ধুত্ব - গেমসের এই চেতনা গোটা উদ্বোধনী অনুষ্ঠানে নিখুঁতভাবে প্রতিনিধিত্ব করে।

ছেন উই ইয়া আবেগের সঙ্গে বলেন, “তারুণ্যের চেতনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ভাবনের সাহস, সাফল্য অর্জনের সাহস এবং শিখরে আরোহণের সাহস। তরুণরা সাহসের সঙ্গে স্বপ্ন অর্জনের পথে দৌড়ায় এবং অনবরত উপরে উঠতে থাকে। এটিই মূল ধারণা, যা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করতে চাই।”

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn