প্রকৃত চীনকে তুলে ধরেছেন জাপানি পরিচালক তাকেউচি রিও
জাপান-চীন মৈত্রী সমিতির দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্যচিত্র দেখার পর আবেগের সঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমি আরও বিস্তৃতি ও বৈচিত্র্যময় চীনকে দেখেছি এবং চীনা জনগণের সরলতা ও দয়া দেখেছি। তাই এ তথ্যচিত্র দেখতে আমি সমিতির ৫০০ জনেরও বেশি সদস্যকে আমন্ত্রণ জানাবো। আশা করি, এ তথ্যচিত্র টোকিও ছাড়াও সারা জাপানে প্রদর্শিত হবে।’
গত ২৫ মে পর্যন্ত জাপানের বাজারের জন্য বিশেষ করে তাকেউচি রিও’র তৈরি মুভি সংস্করণের চারটি তথ্যচিত্র টোকিওয়ের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তাকেউচি রিও বলেন, ‘আমি আশা করি, সবাই নানান দিক থেকে বর্তমান চীনকে জানতে পারবেন। কারণ আমি বেশ কিছু দেশে গিয়ে শুটিং করেছি, আমি সত্যিই চীনের মতো আকর্ষণীয় এবং অবিশ্বাস্য কোনো দেশ দেখিনি।’
লিলি/এনাম/রুবি