বাংলা

প্রকৃত চীনকে তুলে ধরেছেন জাপানি পরিচালক তাকেউচি রিও

CMGPublished: 2023-06-08 19:23:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জাপানের তথ্যচিত্র পরিচালক তাকেউচি রিও সম্প্রতি তার তথ্যচিত্র ‘দ্য ইয়াংচি রিভার’র প্রিমিয়ারে জাপানে তথ্যচিত্রের সপ্তাহব্যাপী কার্যক্রম আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘জাপানে চীনের ব্যাপারে অনেক পক্ষপাতমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই আমি আশা করি, এসব চলচ্চিত্রের মাধ্যমে সবাই একটি সাধারণ এবং বাস্তব চীনকে দেখতে পাবেন। এসব বিষয়ে গণমাধ্যম সাধারণত রিপোর্ট করে না বা রিপোর্ট করা হয়নি।’

গত ১৯ মার্চ ‘দ্য ইয়াংচি রিভার’ নামের তথ্যচিত্রের ডাবিং অভিনেত্রী ও জাপানের বিখ্যাত শিল্পী কোজিমা রুরিকো তাকেউচি রিওয়ের সঙ্গে প্রিমিয়ারে আবির্ভূত হন। জাপানের ১৪টি টিভি কেন্দ্র এবং ৮০ জনেরও বেশি সাংবাদিক প্রিমিয়ারে অংশ নিয়েছেন। তাকেউচি রিও ঠাট্টা করে বলেন, ‘আশা করি, জাপানের গণমাধ্যম কোজিমা রুরিকোর সাক্ষাৎকার নেওয়ার পর অবশ্যই আমার এ তথ্যচিত্র দেখতে আসবেন। আমি বিশ্বাস করি, এটি দেখার পর তারা নিঃসন্দেহে চীনের আকর্ষণীয় শক্তি প্রচার করবেন এবং এ বিষয়ে আমার আত্মবিশ্বাস আছে।’

১২৯ মিনিটের এ তথ্যচিত্রে তাকেউচি রিও সবাইকে নিয়ে শাংহাই রওনা হয়ে নানচিং, উহান ও ছোংছিংসহ ইয়াংসি নদীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে সামনে এগিয়ে যান এবং প্রায় ৬৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ইয়াংসি নদীর উৎসের সন্ধান করেন। তাছাড়া, তাকেউচি রিও ল্যান্সের মাধ্যমে দশ বছর আগে তার নির্মিত ইয়াংসি নদীর আরেকটি প্রামাণ্যচিত্রে সাক্ষাত্কারদাতাদের সঙ্গে আবার মিলিত হন।

তার নতুন এ তথ্যচিত্রে দর্শকেরা নানা দৃশ্যের মাধ্যমে চীনের সুন্দর পরিবেশ উপভোগ করার পাশাপাশি এক একটি সাক্ষাত্কারদাতার দশ বছর আগের এবং পরের জীবনের পরিবর্তন দেখতে পাবেন। তার মাধ্যমে গত দশ বছরে ঘটা চীনের উন্নয়ন দেখতে পাবেন। তাদের জীবনের নানা দিকের মাধ্যমে সত্যিকারের চীনকে তুলে ধরার চেষ্টা করেন তাকেউচি রিও।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn