বাংলা

চীনের পরিচালক ওয়েন মা ছাই তানের অকাল প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি

CMGPublished: 2023-05-18 16:05:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ওয়েন মা ছাই তানের জগতে সিনেমা এবং উপন্যাস একে অপরকে ছেদ করে এবং অনুপ্রাণিত করে। তার সিনেমা এবং উপন্যাসের গল্পগুলো তার নিজের হাত থেকে আসে এবং অন্য লোকের শিল্পকর্মকে রিমেক করার কোনও ঘটনা নেই। এটি চলচ্চিত্রের বাজারে অত্যন্ত বিরল, যেখানে নির্মাতা এবং পরিচালকরা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন রয়েছেন।

তা ছাড়া, ওয়েন মা ছাই তান সক্রিয়ভাবে তরুণ পরিচালকদের সমর্থন করে আসছেন। ওয়েন মা ছাই তানের নির্দেশনা এবং অনুপ্রেরণায় বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ওয়াংড্রেকস রেইন বোটস’র পরিচালক লা হুয়া চিয়া চিত্রগ্রহণের পথে যাত্রা শুরু করেন। চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্ত হয়েছিলে।

চীনা চলচ্চিত্রের জন্য ওয়েন মা ছাই তানের মতো একজন পরিশ্রমী এবং প্রতিভাবান পরিচালককে হারানো নিঃসন্দেহে একটি বিশাল ক্ষতি।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn