ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে চালিকাশক্তি প্রদান করে
বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি স্থায়ী ইউনিট হিসেবে ‘চীনা ভাষার মুভির শক্তি’ ইউনিট তরুণ চীনা চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টিতে মনোযোগ দিতে থাকে এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাদের আবিষ্কার ও প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠেছে।
উল্লেখ্য, ‘লিন জে সুই’ চীনের এই বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তির নামে নামকরণ করা হয়। এই বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তির অভিজ্ঞতা সঠিকভাবে তুলে ধরতে ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এবং চীনের কুয়াং তোং ড্রামা আর্ট সেন্টার মনোযোগ দিয়ে সংগঠন এবং পরিকল্পনা করেছে। নির্মাণ দলের সদস্যরা সংশ্লিষ্ট সমৃদ্ধ ঐতিহাসিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হুমেন, ইলি, বেইজিং এবং ফুচৌসহ অনেক জায়গায় গিয়েছিল, যেখানে লিন জে সুই বাস করতেন।
যখন চীনা জাতি সংকটে ছিল এবং ছিং রাজবংশের বিশৃঙ্খল শাসনামলে ছিল। তখন লিন জে সুই রাজনীতির উন্নতি, দুর্নীতি দমন এবং মন্দকে নির্মূল করতে অনেক কাজ করেছেন। তিনি দেশের সমৃদ্ধি এবং গণজীবিকার ওপর গুরুত্বারোপ করেছেন। আফিম যুদ্ধের সময় ব্রিটিশ আগ্রাসীদের গানবোটের মুখোমুখি হয়ে তিনি হাতে পুরানো অস্ত্র নিয়ে বারবার শত্রুদের পরাজিত করেছিলেন। তিনি পাশ্চাত্যের উন্নত সামরিক প্রযুক্তি শেখার মাধ্যমে আগ্রাসন প্রতিরোধ ও দেশকে শক্তিশালী করার উপায় অনুসন্ধান করার প্রস্তাব দেন। বলা যায়,তার দৃষ্টিভঙ্গি ইতিহাসের সীমাবদ্ধতা ছাড়িয়ে যায়।
ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে ‘চীনা ভাষার মুভির শক্তি’ ইউনিটে ছোট এবং মাঝারি খরচের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে।
সবাই জানেন, চলচ্চিত্র নির্মাণ ব্যয়বহুল একটি কাজ। দারুণ একটি চলচ্চিত্র নির্মাণ করতে অনেক জনশক্তি এবং সম্পদ ব্যবহৃত করতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্র নির্মাতাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে ছোট এবং মাঝারি খরচের চলচ্চিত্রগুলো আরও বেশি মনোযোগ পাচ্ছে। বিভিন্ন জাতীয় নীতির দৃঢ় সমর্থনে ছোট এবং মাঝারি খরচের চলচ্চিত্রগুলো শুধুমাত্র সৃষ্টির বৈচিত্র্যকে প্রতিফলিত করার একটি গুরুত্বপূর্ণ সম্পূরক নয়, বরং চলচ্চিত্র বাজারে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়ে ওঠেছে।