বাংলা

ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে চালিকাশক্তি প্রদান করে

CMGPublished: 2023-04-27 19:33:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘এই সুন্দর বসন্তকালে বেইজিংয়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় মুভি উপভোগ করুন’। এটা হলো বিশ্বের প্রতি ‘ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের’ আমন্ত্রণ। অনেকের গভীর আগ্রহের অবসান ঘটিয়ে চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হতে যাচ্ছে।

বিশ্বের যে কোনো চলচ্চিত্র জগতের জন্য লাল গালিচা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবও তার ব্যতিক্রম নয়।

২১ এপ্রিল ছিল লাল গালিচার বিশেষ আয়োজন। ২১ এপ্রিল বিকেলে বসেছিল রেড কার্পেট। এ দিন লাল গালিচায় হাঁটেন চীনসহ বিভিন্ন দেশের তারকারা।

চীনে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে অফলাইন হোল্ডিং পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।

এবারের চলচ্চিত্র উত্সব চলাকালে কয়েকটি দেশি-বিদেশি মুভি’র প্রিমিয়ারের আয়োজন করা হয়।‘লিন জে সুই’ নামে চলচ্চিত্র সেগুলোর মধ্যে একটি।

প্রিমিয়ারে এর প্রধান নির্মাতা ও ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের উপ-মহাপরিচালক কোং চি ছেং বলেন, ‘লিন জে সুই’ এবারের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বেইজিং ফিল্ম পানোরোমা’ ইউনিটে অন্তর্ভুক্ত হয়েছে। তা প্রমাণ করেছে যে স্টেজ পারফর্মেন্স আর্ট এবং ফিল্ম আর্টের আন্তঃসীমান্ত সংহতকরণ আরও নিখুঁত এবং পরিপক্ব হয়ে ওঠছে। উপস্থাপনের এই পদ্ধতি কেবল শিল্প ও প্রযুক্তির আন্তঃসীমান্ত একীকরণের নতুন দিক নয়, বরং সকলের জন্য নান্দনিকতাকে জনপ্রিয় করে তোলার গুরুত্বপূর্ণ চ্যানেল। বর্তমানে মঞ্চ আর্ট ফিল্ম ইতোমধ্যে বিশ্বের বিখ্যাত থিয়েটারের উন্নয়নের দিক এবং অপারেশন পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন পর্যন্ত ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস মোট ৩২টি মঞ্চ আর্ট ফিল্ম শুটিং এবং তৈরি করেছে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn