স্টোরিটেলার উ হাও রান
কিছু সময়ের প্রস্তুতির পর ২০২২ সালের ৮ নভেম্বর মাসে উ হাও রান প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্মে সরাসরি স্টোরিটেলিং সম্প্রচার শুরু করেন, কিন্তু প্রথম লাইভ সম্প্রচারের ফলাফল সন্তোষজনক ছিল না।
উ হাও রান বলেন, আমার প্রথম লাইভ সম্প্রচারের সময় সম্ভবত মাত্র তিন বা পাঁচজন দর্শক ছিল।
প্রথম লাইভ সম্প্রচারের ব্যর্থতা উ হাও রানকে নিরুৎসাহিত করেনি, বিপরীতে এটি তার লড়াইয়ের মনোভাব জাগিয়ে তোলে। তিনি ‘রোমান্স অব দ্য থ্রি কিংডম’ পড়তে শুরু করেন এবং মনোযোগ দিয়ে সিনিয়রদের পারফরমেন্স অধ্যয়ন করেন। তিনি নিজের অভিনয়ের উপায় খুঁজে পাওয়ার আশা পোষণ করেন।
বার বার চেষ্টা করার পর উ হাও রান শুধুমাত্র পুরনো ভদ্রলোকদের গল্প বলার শৈলীর উত্তরাধিকার বাঁচিয়ে রাখেন নি, বরং পারফরমেন্সে কিছু নতুন এবং আকর্ষণীয় বিষয় যুক্ত করার চেষ্টা করেছেন, যা কেবল গল্পটিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি, বরং স্টোরিটেলিং শোনার সময় সবাইকে হাসাতেও পেরেছে। এক মাসেরও বেশি সময় ধরে চলার পর উ হাও রানের লাইভ ব্রডকাস্ট রুম ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। এটি তাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী করে তোলে।
লাইভ ব্রডকাস্ট রুমে দর্শকের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এর ফলে আয়ও বাড়ছে। উ হাও রানের লাইভ ব্রডকাস্ট রুমে পণ্য বিক্রি করা হয় না এবং একমাত্র পণ্য হল ১০ ইউয়ানের টিকিট। তিনি বলেন, অনলাইনে স্টোরিটেলিং-এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করতে চান।
এখন উ হাও রান প্রতিদিন সময় মতো লাইভ ব্রডকাস্ট রুমে নেটিজেনদের জন্য গল্প বলার কাজ করেন। বাকি সময় তিনি বাড়িতে বসে বই পড়েন এবং লাইভ সম্প্রচারের জন্য প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন।
উ হাও রানের লাইভ ব্রডকাস্ট রুমে শুধুমাত্র একজন ব্যক্তি, মানে তিনি নিজে, একটি টেবিল, একটি পাখা এবং একটি মনোযোগ আকর্ষণকারী ব্লক আছে। তিনি সেই ছোট মনোযোগ আকর্ষণকারী ব্লক বা শিংমু হাতে নিয়ে বলেন, এক বন্ধু আমাকে এই শিংমু উপহার দিয়েছেন। এতে কয়েকটি শব্দ লেখা আছে। আর তা হলো সুই ইয়ু উ ইয়ু। এর মানে সময় মিথ্যা বলবে না। এই ছোট শিংমু আমার স্টোরিটেলিংয়ের প্রক্রিয়া বহন করে। তাই আমি একে খুব পছন্দ করি।