বাংলা

স্টোরিটেলার উ হাও রান

CMGPublished: 2023-03-16 15:28:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এখন ইন্টারনেটে সরাসরি সম্প্রচার কারো কাছেই অপরিচিত ব্যাপার নয়। কেউ কেউ নিজের সম্প্রচার স্টুডিওতে নাচ করেন, গান গেয়ে থাকেন। আবার কেউ কেউ পণ্যদ্রব্য বিক্রি করেন। তবে উ হাও রানের স্টুডিওতে কোন আড়ম্বরপূর্ণ সজ্জা নেই, কোন গতিশীল সঙ্গীত নেই, শুধুমাত্র একজন ব্যক্তি, একটি টেবিল, একটি পাখা এবং একটি মনোযোগ আকর্ষণকারী ব্লক আছে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় স্বল্প ভিডিও প্লাটফর্মে তিনি দু’ঘণ্টা স্টোরি বলেন। সবচেয়ে ভালো সময়ে একটি একক লাইভ সম্প্রচারের শ্রোতা এক লাখেরও বেশি পৌঁছাতে পারে।

উ হাও রান ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে অপেরা এবং শিল্প তার মেজর ছিলো। তিনি প্রধানত গল্প বলা, ক্রস টক এবং অ্যালেগ্রো অধ্যয়ন করেন। স্নাতক হওয়ার পর তিনি হেইলোংচিয়াংয়ের একটি স্থানীয় পেশাদার শিল্পদলে যোগ দেন এবং অফলাইন পরিবেশনায় অংশগ্রহণের জন্য বেইজিং, শাংহাই, সি’আন এবং অন্যান্য স্থানের বেসরকারি লোকশিল্প সমিতিতে যোগদান করেন। সেই সময়ে, তিনি প্রধানত ক্রস টক পরিবেশন করেন, কিন্তু ঠিক যেমন তার কর্মজীবনের উন্নতি হচ্ছিল, সেই সময়ে হঠাৎ মহামারী সবকিছু বদলে দেয়।

মহামারীর সময় সমস্ত ছোট অফলাইন টি-হাউস বন্ধ ছিলো, যার মানে এই ক্রস টক অভিনেতাদের কোন আয় ছিলো না। গত তিন বছরে অনেক ক্রস টক অভিনেতা তাদের ক্যারিয়ার পরিবর্তন করেছেন। আমি অনুভব করি যে শিল্প ত্যাগ করতে ইচ্ছুক নই, কারণ আমি ২০০৮ সাল থেকে অধ্যয়ন করছি, যা বলা যেতে পারে যে আমার জীবনের একটি দীর্ঘ সময় লেগেছে। আমি খুব অনিচ্ছুক ছিলাম এবং হাল ছেড়ে দিতে চাইনি, তাই আমাকে অন্য উপায় খুঁজে বের করতে হয়েছিল।

২০২০ সালে উ হাও রান শাংহাই থেকে নিজের জন্মস্থান হারবিনে ফিরে আসেন, কিন্তু তিনি তার লোকশিল্পের কেরিয়ার ছেড়ে দেননি। তিনি সরাসরি সম্প্রচারের জন্য ছোট ভিডিও প্ল্যাটফর্মের কথা ভেবেছিলেন। কিন্তু পারফর্ম করার এই পদ্ধতি ক্রস টকের জন্য উপযুক্ত নয়।

কিছু সময়ের প্রস্তুতির পর ২০২২ সালের ৮ নভেম্বর মাসে উ হাও রান প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্মে সরাসরি স্টোরিটেলিং সম্প্রচার শুরু করেন, কিন্তু প্রথম লাইভ সম্প্রচারের ফলাফল সন্তোষজনক ছিল না।

উ হাও রান বলেন, আমার প্রথম লাইভ সম্প্রচারের সময় সম্ভবত মাত্র তিন বা পাঁচজন দর্শক ছিল।

প্রথম লাইভ সম্প্রচারের ব্যর্থতা উ হাও রানকে নিরুৎসাহিত করেনি, বিপরীতে এটি তার লড়াইয়ের মনোভাব জাগিয়ে তোলে। তিনি ‘রোমান্স অব দ্য থ্রি কিংডম’ পড়তে শুরু করেন এবং মনোযোগ দিয়ে সিনিয়রদের পারফরমেন্স অধ্যয়ন করেন। তিনি নিজের অভিনয়ের উপায় খুঁজে পাওয়ার আশা পোষণ করেন।

বার বার চেষ্টা করার পর উ হাও রান শুধুমাত্র পুরনো ভদ্রলোকদের গল্প বলার শৈলীর উত্তরাধিকার বাঁচিয়ে রাখেন নি, বরং পারফরমেন্সে কিছু নতুন এবং আকর্ষণীয় বিষয় যুক্ত করার চেষ্টা করেছেন, যা কেবল গল্পটিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি, বরং স্টোরিটেলিং শোনার সময় সবাইকে হাসাতেও পেরেছে। এক মাসেরও বেশি সময় ধরে চলার পর উ হাও রানের লাইভ ব্রডকাস্ট রুম ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। এটি তাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী করে তোলে।

লাইভ ব্রডকাস্ট রুমে দর্শকের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এর ফলে আয়ও বাড়ছে। উ হাও রানের লাইভ ব্রডকাস্ট রুমে পণ্য বিক্রি করা হয় না এবং একমাত্র পণ্য হল ১০ ইউয়ানের টিকিট। তিনি বলেন, অনলাইনে স্টোরিটেলিং-এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করতে চান।

এখন উ হাও রান প্রতিদিন সময় মতো লাইভ ব্রডকাস্ট রুমে নেটিজেনদের জন্য গল্প বলার কাজ করেন। বাকি সময় তিনি বাড়িতে বসে বই পড়েন এবং লাইভ সম্প্রচারের জন্য প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন।

উ হাও রানের লাইভ ব্রডকাস্ট রুমে শুধুমাত্র একজন ব্যক্তি, মানে তিনি নিজে, একটি টেবিল, একটি পাখা এবং একটি মনোযোগ আকর্ষণকারী ব্লক আছে। তিনি সেই ছোট মনোযোগ আকর্ষণকারী ব্লক বা শিংমু হাতে নিয়ে বলেন, এক বন্ধু আমাকে এই শিংমু উপহার দিয়েছেন। এতে কয়েকটি শব্দ লেখা আছে। আর তা হলো সুই ইয়ু উ ইয়ু। এর মানে সময় মিথ্যা বলবে না। এই ছোট শিংমু আমার স্টোরিটেলিংয়ের প্রক্রিয়া বহন করে। তাই আমি একে খুব পছন্দ করি।

অনলাইনে স্টোরিটেলিং করলেও উ হাও রান পোশাকের ওপর অনেক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমি সব বিষয় নিখুঁতভাবে আমার দর্শকদের সামনে হাজির করতে চাই। তাদের প্রতি আমি সবসময় শ্রদ্ধা জানাই।

এখন অফলাইন পারফরমেন্সের ক্রমশ পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে অনেক শিল্পদল আবার উ হাও রানের সাথে যোগাযোগ করছে। অফলাইন পারফরমেন্সে ফিরে আসা বা অনলাইন লাইভ সম্প্রচারে লেগে থাকার বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেন নি, তবে স্টোরিটেলিং চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি প্রতিজ্ঞ।

শুরুতে মাত্র কয়েকজন দর্শক থেকে বর্তমানে এক লাখেরও বেশি দর্শক তার গল্প শুনছেন। এমন অগ্রগতি উ হাও রানের পরিশ্রমের কারণে অর্জিত হয়েছে।

অনলাইনে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে উ হাও রান একটি বিষয়ে জোর দেন। আর তা হলো শ্রেষ্ঠ বিষয়ের বিনিময়ে দর্শকদের আকর্ষণ অর্জন করা যায়। ঐতিহ্যবাহী স্টোরিটেলিং করার প্রক্রিয়ায় কিছু উপযুক্ত আধুনিক উপাদান যোগ করাই হলো তার বৈশিষ্ট্য।

লিলি/এনাম/রুবি

Share this story on

Messenger Pinterest LinkedIn