বাংলা

স্টোরিটেলার উ হাও রান

CMGPublished: 2023-03-16 15:28:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অনলাইনে স্টোরিটেলিং করলেও উ হাও রান পোশাকের ওপর অনেক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমি সব বিষয় নিখুঁতভাবে আমার দর্শকদের সামনে হাজির করতে চাই। তাদের প্রতি আমি সবসময় শ্রদ্ধা জানাই।

এখন অফলাইন পারফরমেন্সের ক্রমশ পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে অনেক শিল্পদল আবার উ হাও রানের সাথে যোগাযোগ করছে। অফলাইন পারফরমেন্সে ফিরে আসা বা অনলাইন লাইভ সম্প্রচারে লেগে থাকার বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেন নি, তবে স্টোরিটেলিং চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি প্রতিজ্ঞ।

শুরুতে মাত্র কয়েকজন দর্শক থেকে বর্তমানে এক লাখেরও বেশি দর্শক তার গল্প শুনছেন। এমন অগ্রগতি উ হাও রানের পরিশ্রমের কারণে অর্জিত হয়েছে।

অনলাইনে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে উ হাও রান একটি বিষয়ে জোর দেন। আর তা হলো শ্রেষ্ঠ বিষয়ের বিনিময়ে দর্শকদের আকর্ষণ অর্জন করা যায়। ঐতিহ্যবাহী স্টোরিটেলিং করার প্রক্রিয়ায় কিছু উপযুক্ত আধুনিক উপাদান যোগ করাই হলো তার বৈশিষ্ট্য।

লিলি/এনাম/রুবি

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn