বাংলা

বসন্ত উত্সবের ছুটিতে মুক্তিপ্রাপ্ত কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা

CMGPublished: 2023-01-26 10:39:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তা ছাড়া, সু লুন পরিচালিত ‘Five Hundred Miles’ কমেডি পরিবারের সবার জন্য উপভোগযোগ্য।

এখন বিশেষ করে ‘Boonie Bears:Guardian Code’ নামের একটি কার্টুন মুভি’র ওপর দৃষ্টি দেবো। আসলে ‘Boonie Bears:Guardian Code’ হলো ‘Boonie Bears’ নামের ধারাবাহিক মুভির মধ্যে নবম। মুভি’র প্রধান চরিত্র হলো দর্শকদের সুপরিচিত সিয়োং তা, সিয়োং আর ও কুয়াং থৌ ছিয়াং, অর্থাত্ বড় ভাই বেয়ার, ছোট ভাই বেয়ার এবং ছিয়াং নামের একজন টাকলাম্বারজ্যাক। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘Boonie Bears:Back To Earth’ মুভিটি ৩৫তম চীনের গোল্ডেন রুস্টারের শ্রেষ্ঠ শিল্প চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

‘Boonie Bears:Guardian Code’ নামের মুভি’র নাম থেকে বোঝা যায় যে, মুভিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত একটি গল্প বলা হয়েছে। গল্পটি চেনশিং নামের এক কাল্পনিক দ্বীপের রোবট রিসার্চ ইনস্টিটিউটে ঘটে। বিজ্ঞানীরা এখানে একটি রোবট জগত তৈরি করার চেষ্টা করেন, যা মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই বৈচিত্র্যময় ফাংশনসহ জীবন-অ্যাপ্লিকেশন রোবট তৈরি করা হয় এখানে। যেমন, কোনো কোনো রোবট শিশুকে মা’র যত্ন দেয়, কোনো কোনো রোবট পেশীবহুল যোদ্ধার মতো যুদ্ধ করে।

রোবটগুলো ক্রমে জনপ্রিয় হচ্ছে দেখে, বাল্ডছিয়াং এতে হস্তক্ষেপ করতে চায়। সে সিয়োং তা এবং সিয়োং আর-কে রোবটের ভান করতে বলে এবং রোবট গবেষণালয় পরিদর্শন করার জন্য যায়।

‘Boonie Bears:Guardian Code’ নামের সিরিজ মুভি বছরের পর বছর ধরে প্রযুক্তির ক্ষেত্রে বিশাল অগ্রগতি অর্জন করে আসছে। গল্প বলার ধরনে আরও বৈচিত্র্য এসেছে। এবারের মুভিতে ১০ বছরের গোপন রহস্য উন্মোচিত হয়।

সিয়োং তা এবং সিয়োং আর ছোটবেলায় একবার বনের মধ্যে আগুন দেখলো। তাদের মা ভাল্লুক বনের মধ্যে দৌড়ে গেল। মা-কে আগুনের আলোতে চলে যেতে দেখেছে তারা, কিন্তু তাকে আর কখনও ফিরে আসতে দেখেনি। তারপর সিয়োং তা এবং সিয়োং আর এক জোড়া পরিত্যক্ত এতিমের মতো বড় হতে থাকে। যতক্ষণ মায়ের কথা ভাবে, ততক্ষণ তাদের মন খারাপ থাকে। মা ভাল্লুক কি এখনও বেঁচে আছে?

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn