বাংলা

বসন্ত উত্সবের ছুটিতে মুক্তিপ্রাপ্ত কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা

CMGPublished: 2023-01-26 10:39:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের বসন্ত উত্সবের ছুটির অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেছে। এই বসন্ত উত্সবের ছুটিতে ‘The Wandering Earth II’ এবং ‘Full River Red’-সহ বেশকয়েকটি শ্রেষ্ঠ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বলা যায়, বসন্ত উৎসব চলাকালে মুক্তিপ্রাপ্ত ‘মুভির তালিকায়’ বিভিন্ন গোয়েন্দা চলচ্চিত্র, অ্যানিমেশন, কমেডিসহ বিভিন্ন চলচ্চিত্র রয়েছে। অনেকে মজা করে বলেন যে, ‘এই বসন্ত উৎসবের ছুটিতে আমি দিনরাত কেবল প্রেক্ষাগৃহে পরে থাকতে চাই’। আজকের অনুষ্ঠানে সবাই মিলে ২০২৩ সালের বসন্ত উত্সবে মুক্তিপ্রাপ্ত কয়েকটি মুভি’র ওপর দৃষ্টি দেবো।

১৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বসন্ত উত্সবের ছুটির সময় মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর প্রাক-বিক্রয় বক্স অফিস আয় ছিল প্রায় ২০ কোটি ইউয়েন। প্রেক্ষাগৃহ আবার খোলার সাথে সাথে সিনেমা দেখার জন্য দর্শকদের উত্সাহ বাড়তে থাকে এবং চলচ্চিত্রের বাজার পুনরুদ্ধার ত্বরান্বিত হয়।

২০১৯ সালের বসন্ত উত্সবের ছুটিতে মুক্তিপ্রাপ্ত মুভি ‘দ্য ওয়ান্ডারিং আর্থ’ এর অনন্য হার্ডকোর সাই-ফাই শৈলীতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। চার বছর পর পরিচালক কুওফ্যান আবার ‘দ্য ওয়ান্ডারিং আর্থ-২’ নিয়ে বসন্ত উত্সবের ছুটির সময় এসেছেন। এতে পৃথিবী ‘বিচরণ’ শুরু করার আগের গল্পটি বলা হয়েছে এবং গোটা গল্পটি আগের চেয়ে আরো রহস্যময় মনে হয়েছে।

২০১৯ সালে এ মুভিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রশংসা কুড়ায় এবং এর বক্স অফিস আয়ও খুব ভালো ছিলো। এখন মুভি’র দ্বিতীয় পর্বও দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।

‘ Hidden Blade’ নামের মুভিটি গোয়েন্দাধর্মী। এ মুভি’র পরিচালক ছেং আর বলেন, ‘আমরা এ মুভির মাধ্যমে অজানা গুপ্তচরদের সংগ্রাম তুলে ধরতে এবং দর্শকদের অভূতপূর্ব জগতে নিয়ে যেতে চাই।’

চীনের বিখ্যাত অভিনেতা তেং ছাও এবং বিখ্যাত পরিচালক ইউ পাই মেইয়ের যৌথ পরিচালনায় নির্মিত মুভি ‘ Ping-pong of China’ হলো ক্রীড়াবিষয়ক একটি চলচ্চিত্র, যা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত। গত শতাব্দীর ৯০-এর দশকের শুরুতে চীনের পুরুষ পিংপং দল থিয়েনচিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষকে পরাজিত করে। মুভিতে সেই গল্প বলা হয়েছে। পিংপং চেতনা প্রজন্মের পর প্রজন্ম ধরে চীনা মানুষকে উত্সাহ দিয়ে আসছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn