বাংলা

২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই

CMGPublished: 2023-01-19 16:16:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০১৫ সালে ইউ লেই সিসিটিভি’র বসন্ত উৎসব গালার প্রধান ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। তিনি মনে করেন, দর্শকেরা বসন্ত উৎসব গালার সমালোচনা করতে পারেন এবং সমালোচনা করতে সবাইকে স্বাগত জানান তিনি। তিনি বলেন, ‘মাঝেমাঝে সমালোচনা খারাপ ব্যাপার নয়। বসন্ত উৎসব গালার ওপর সজাগ দৃষ্টি রাখলে সমালোচনার কথা বলা সম্ভব হবে।’

বসন্ত উৎসব গালা উপভোগের জন্য তরুণ দর্শকদের আকর্ষণ করতে চান ইউ লেই। তিনি জানেন, এ গালার অসংখ্য বয়স্ক ভক্ত দর্শক আছে। তিনি বলেন, ‘আমার বাবা-মা বা দাদা দাদি’র সমান বয়সের দর্শকেরা বসন্ত উৎসব গালা দেখতে খুব পছন্দ করেন। তারা আমাকে বলেন, ‘আপনারা যা করেন, তাই দেখতে পছন্দ করি আমরা।’

বসন্ত উৎসব গালার মাসকট ‘থু ইউয়ান ইউয়ান’

গত বছরের শেষ দিকে ২০২৩ সালে সিসিটিভি’র বসন্ত উৎসব গালার মাসকট উন্মোচিত হয়। মাসকটের নাম হলো ‘থু ইউয়ান ইউয়ান’।

চীনা ভাষায় থু-এর অর্থ খরগোশ। ২০২৩ সাল হলো চীনের খরগোশ বর্ষ। জানা গেছে, অনেক দর্শকের পছন্দ অনুসরণে অনলাইন জরিপের ফল অনুযায়ী সফ্ট ও কিউট ‘থু ইউয়ান ইউয়ান’ নির্বাচন করা হয়েছে। এটি গত ৪০ বছরে চীনের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানের প্রথম মাসকট আইপি।

বসন্ত উত্সব গালার মঞ্চের ডিজাইন

শুধু দর্শকদের পছন্দ নয় এবং চীনা সংস্কৃতির সৌন্দর্যই নয়, বরং থু ইউয়ান ইউয়ানে রয়েছে চীনের বিজ্ঞানীদের গবেষণার অগ্রগতিও। আন হুই প্রদেশের মু শু খরগোশ হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন খরগোশ, যা প্রায় ৬ কোটি ২০ লাখ বছরের প্রাচীন। চীনের বিজ্ঞান একাডেমির লি ছুয়ান কুই এটি আবিষ্কার করেন এবং এর নাম দিয়েছেন। থু ইউয়ান ইউয়ানের সামনের চারটি দাঁত আন হুই’র সেই খরগোশের অনুকরণে মাসকটে ব্যবহৃত হয়েছে।

চলতি বছর বসন্ত উৎসব গালার মঞ্চে ইউ লেই এবং তাঁর দল দর্শকদের কি কি বিস্ময় সৃষ্টি করবেন?ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। আর দু’দিন পর আমরা তা দেখবো। লিলি/তৌহিদ/রুবি

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn