বাংলা

২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই

CMGPublished: 2023-01-19 16:16:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আসন্ন চীনা নববর্ষকে সামনে রেখে গোটা চীনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চীন জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ২০২৩ সালের ২১ জানুয়ারি চীনা নববর্ষ শুরুর আগের রাতে বরাবরের মতোই চায়না মিডিয়া গ্রুপের গালা নাইটের আয়োজনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আজকের অনুষ্ঠানের প্রথম অংশে সবাই মিলে ২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই’র গল্প শুনবো।

আসলে ইউ লেই’র নামের পাশে ‘জাতীয় ট্রেজার’ নামে চীনের কেন্দ্রীয় টিভি স্টেশন বা সিসিটিভি’র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ও প্রযোজক এই ট্যাগ দেওয়া হয়। ‘জাতীয় ট্রেজার’ নামে সিসিটিভি’র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিউ ৪০০ কোটি ছাড়িয়ে গেছে।

‘জাতীয় ট্রেজার সিজন ১’ চীনা সংস্কৃতির ভাণ্ডারের সম্পদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিটি সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পিছনের গল্প এবং ইতিহাস ব্যাখ্যা করার মাধ্যমে আরও দর্শকদের যাদুঘর পরিদর্শনে উৎসাহ দেওয়া হয়। সাংস্কৃতিক ধ্বংসাবশেষের সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সভ্যতার আধ্যাত্মিক শিকড় এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষ দ্বারা চালিত চীনা সংস্কৃতির ধারাবাহিকতাও তুলে ধরা হয়। সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষা এবং সভ্যতা সুরক্ষার প্রতি জনসাধারণের মনোযোগ আকর্ষণ করা হয়। ‘জাতীয় সম্পদ রক্ষক’ হিসাবে সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পিছনের গল্প বলার জন্য প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

‘জাতীয় ট্রেজার’ এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে ইউ লেই বলেন, ‘আসলে অনেক তারকা বা প্রভাবশালী মানুষ এ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাওয়ার পর বিব্রত বোধ করেন। মুভি তারকা মনে করেন, আমি কেবল একজন অভিনেতা, সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংক্রান্ত এই অনুষ্ঠানে আমি কিভাবে অংশ নেবো? আমি কিছুই জানি না।’

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn