বাংলা

২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই

CMGPublished: 2023-01-19 16:16:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তারকাদের বিব্রত হওয়া প্রসঙ্গে ইউ লেই বলেন, ‘আগে ‘জাতীয় ট্রেজার’ মতো এমন টিভি অনুষ্ঠান ছিলো না। তাই অনেক লোক যে বিব্রত হন, তা স্বাভাবিক। তবে তারা সাংস্কৃতিক অবশেষ দেখার পর বুঝতে পারেন, হ্যাঁ, আমি এ কাজ করতে পারি এবং করতেই হবে। কারণ আমি একজন সাধারণ মানুষ। ইতিহাস তুলে ধরার জন্য আমার ভূমিকা থাকা উচিত।’

১৯৮৩ সালে শুরু হওয়া বসন্ত উৎসব গালাটি ৪০ বছর অতিক্রম করেছে। ৪০ বছর ধরে পরিবারের সদস্যদের সম্মিলিত হয়ে বসন্ত উৎসব গালা উপভোগ করা ‘সব মানুষের ডিফল্ট প্রোগ্রাম’ এবং সব চীনা মানুষের সম্মিলিতভাবে তৈরি একটি সমসাময়িক লোক রীতিতে পরিণত হয়েছে।

চলতি বছর একটু আলাদা। অনেকেই তিন বছর পর পুনর্মিলনের জন্য জন্মস্থানে ফিরে যেতে পারছেন। একসাথে পারিবারিক কার্নিভালের বসন্ত উৎসব গালা দেখা হলো অনেকের আন্তরিক ইচ্ছা।

গত ৫ জানুয়ারি, ইউ লেই ২০২৩ সালের খরগোশ বর্ষে সিএমজি’র স্প্রিং ফেস্টিভ্যাল গালার প্রধান পরিচালক হিসাবে একটি প্রেস ব্রিফিংয়ে যোগ দেন।

২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই

ইউ লেই বসন্ত উৎসব গালার পুরনো বন্ধু।

২০১১ সালের মে মাসে ৩২ বছর বয়সে তিনি সিসিটিভি ভ্যারাইটি চ্যানেলের তৎকালীন সহকারী পরিচালক হা ওয়েনকে ‘স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজনে সাহায্য করার কাজ পেয়েছিলেন। শ্রমিক, কৃষক, পণ্ডিত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করতেন।

সাতটি আলোচনা সভার পর এক লাখ শব্দের মিটিং মিনিট রাখা হয়, যা শেষ পর্যন্ত ইউ লেইয়ের উদ্যোগে ৮ হাজার শব্দে নেমে আসে। এসব পরামর্শ সেই সময় বসন্ত উৎসব গালার জন্য একটি উদ্ভাবক গাইড হিসাবে কাজ করেছিল।

২০১১ সালের জুন মাসের শেষ দিকে ২০১২ সালে চীনের কেন্দ্রীয় টিভি স্টেশন বা সিসিটিভি’র বসন্ত উৎসব গালার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হা ওয়েনকে নিয়োগ করে। ইউ লেইও সেই বছর থেকে বসন্ত উৎসব গালার কর্মদলে যোগ দেন। ২০১২ সালের পর তিনি টানা ৪ বছর ধরে বসন্ত উৎসব গালার প্রধান লেখক হিসেবে কাজ করেছেন এবং ধীরে ধীরে বসন্ত উৎসব গালার অবস্থান, মেজাজ ও ছন্দের সঙ্গে পরিচিত হয়েছেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn