বাংলা

গ্রামীণ পুনরুত্থান ক্যামেরায় ধারণ করেন লু হাই তোং

cmgPublished: 2023-01-05 17:02:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ বেশ কয়েক বছর উন্নয়নের পর চুয়াংশাং গ্রাম একটি পর্যটন গ্রামে পরিণত হয়েছে, যা আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সাথে একটি ‘কৃষি পর্যটন শিল্প করিডোর’-এ সংযুক্ত হয়েছে। এখানে শুধুমাত্র ঠাণ্ডা পানির মাছ চাষ এবং সবজির চাষসহ শিল্পই নয়, বরং ফার্মহাউস ইন ও দর্শনীয় পার্কসহ অবসর কৃষির বিভিন্ন ধরণের নতুন ফর্মও রয়েছে, যাতে প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় শিল্পগুলোর সমন্বিত বিকাশ বাস্তবায়িত হয়েছে।

গত ২০ বছরে লু হাই তোং-এর শুটিং সরঞ্জাম ফিল্ম ক্যামেরা থেকে সিঙ্গাল ল্যান্স রিফ্লেক্স বা এসএলআর ক্যামেরা এবং ড্রোনে পরিবর্তন হয়েছে। তার লেন্সে ছোট পাহাড়ি গ্রাম আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এবং গ্রামবাসীদের জীবন আরও বেশি সমৃদ্ধ হয়েছে।

একজন স্থানীয় ফটোগ্রাফার হিসেবে এখন তৌইন নামে নতুন মিডিয়ার ফ্লাটফর্মে লু হাই তোংয়ের দুই লাখেরও বেশি ভক্ত রয়েছে। তিনি বলেন, ‘আমি শৈশব থেকেই থাইহাং পর্বতমালায় বড় হয়েছি এবং আমার শিকড় এখানে রয়েছে। আমি আমার নিজের লেন্স দিয়ে এটি রেকর্ড করতে ইচ্ছুক, যাতে আরও বেশি লোক এই জমির প্রেমে পড়ে।’লিলি/এনাম/রুবি

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn