বাংলা

বিদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে চীনা তথ্যচিত্র

CMGPublished: 2022-11-10 16:38:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১০: চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চীনা বক্তৃতা এবং চীনা বর্ণনা পদ্ধতির নির্মাণকে গতিশীল করা উচিত, চীনা গল্পগুলো ভালভাবে বলা উচিৎ, চীনা কণ্ঠকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া উচিৎ এবং একটি বিশ্বাসযোগ্য, সুন্দর এবং সম্মানজনক চীনের চিত্র উপস্থাপন করা উচিৎ। বাস্তব জীবনের একটি ভিজুয়াল অভিব্যক্তি হিসেবে ডকুমেন্টারিগুলোর অনন্য সাংস্কৃতিক আবেদন রয়েছে। এগুলি চীনা সভ্যতার প্রচার ও প্রভাবকে উন্নত করার, চীনা সংস্কৃতি এবং সময়ের শৈলীর আন্তর্জাতিক প্রচার চালাতে এবং বিশ্বের কাছে প্রাচ্যের প্রজ্ঞার অবদানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং বাহক। চীনের আন্তর্জাতিক অবস্থার ক্রমাগত উন্নতির সাথে সাথে প্রামাণ্যচিত্রের মাধ্যমে চীনা গল্পগুলিকে ভালভাবে বলার প্রয়োজন আরও জরুরি হয়ে উঠেছে। তাই, চমৎকার তথ্যচিত্রের মাধ্যমে চীনের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি, দ্রুত বিকাশমান অর্থনীতি ও প্রযুক্তি, প্রাণবন্ত ও আকর্ষণীয় দৈনন্দিন জীবন, চীনের মূলধারার মূল্যবোধ এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণাকে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক তাৎপর্য এবং দীর্ঘমেয়াদী ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।

সম্প্রতি বেইজিং পৌর সরকারের তথ্য কার্যালয়ের উদ্যোগে চীনা ও ইংরেজি উভয় ভাষায় নির্মিত ধারাবাহিক ক্ষুদ্র তথ্যচিত্র ‘বেইজিংয়ের স্বাদ’ প্রকাশিত হয়। এতে বেইজিংকে কেন্দ্র করে ‘কি ধরনের একটি রাজধানী গড়ে তোলা যাবে এবং কিভাবে রাজধানী গড়ে তোলা যাবে’ এসব বিষয় তুলে ধরা হয়, যা দেশি-বিদেশি দর্শকদের মাঝে আলোচিত বিষয় হয়ে উঠেছে। তা ছাড়া, শাংহাই বেতার ও টিভি কেন্দ্রের ডিজনির সঙ্গে সহযোগিতা করে নির্মিত ‘চায়না অন মুভ’ তথ্যচিত্রের দ্বিতীয় সিজনের ইংরেজি সংস্করণ ডিজনি আন্তর্জাতিক প্লাটফর্মের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলের সাপ্তাহিক ছুটির রাতের গোল্ডেন সময়ে প্রচারিত হয়। এসব সফল উদাহরণের অভিজ্ঞতা সারংসকলণ করে দেখা যায়, তথ্যচিত্রের আন্তর্জাতিক সম্প্রচারের দক্ষতার নির্মাণকে এগিয়ে নিতে চাইলে একটি বহুমাত্রিক ও ত্রিমাত্রিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা এবং নতুন মিডিয়ার সৃজনশীল প্রচারের উপায় ও প্ল্যাটফর্মের সমন্বয় করা উচিৎ,যাতে চীনা তথ্যচিত্রের আন্তর্জাতিক প্রচার আরও গভীর, ব্যাপক, নির্ভুল এবং কার্যকর করে গড়ে তোলা যায়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn