বাংলা

চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন উপাখ্যান

CMGPublished: 2022-11-02 11:22:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমান দশকে চলচ্চিত্রের সংস্কারও একই সাথে এগিয়ে চলেছে। চীনের জাতীয় বেতার, ফিল্ম এবং টেলিভিশন সাধারণ ব্যুরো ২০১৪ সালে চলচ্চিত্রের বাজার খুলে দিয়েছে এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিলের প্রবেশাধিকার দিয়েছে। অতীতে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজক বলতে কেবলমাত্র কয়েকটি নিয়মিত প্রতিষ্ঠান ছিল। বর্তমানে চলচ্চিত্র প্রযোজক, সহ-প্রযোজক এবং বেসরকারি চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানগুলো ক্রমাগত প্রযোজনা করছে। তারা সবাই ফিল্মের উন্নয়নে প্রয়োজনীয় উপাদান এবং আর্থিক সম্পদ যোগিয়েছে।

বেসরকারি পুঁজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে। ফিল্ম মার্কেটকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছে এবং বাজারকে বৈচিত্র্যময় করে তুলেছে। এটা বললে অত্যুক্তি হবে না যে, চীনা দেশীয় চলচ্চিত্রগুলো মাত্র ১০ বছরে বিশাল উন্নত হয়েছে। তৃপ্তিদায়ক পরিমাণ ছাড়াও, দেশীয় চলচ্চিত্রগুলোর থিমও আরও বৈচিত্র্যময় হয়ে উঠেছে। সামরিক, যুদ্ধ, অ্যাকশন, কমেডি, অ্যানিমেশন, বিজ্ঞান এবং কথাসাহিত্য-নির্ভর দুর্দান্ত চলচ্চিত্রগুলো ক্রমাগত তৈরি হচ্ছে। বৃদ্ধ, মধ্য-বয়সী এবং তরুণ তিন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতারা একসঙ্গে কাজ করে সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং দর্শকদের কাছে জনপ্রিয় চলচ্চিত্র তৈরি করছেন।

গত দশ বছরে চলচ্চিত্র শিল্পের বিকাশের অর্জন এবং অভিজ্ঞতার দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাব যে, চলচ্চিত্রের শিল্পকর্ম আরও প্রচুর এবং বৈচিত্র্যময়, এবং নির্মাণ ব্যবস্থা আরও বহু-মাত্রিক এবং বহু-স্তরীয় হয়েছে। সমসাময়িক চীনা চলচ্চিত্র নির্মাতারা তাদের নিজস্ব উপায়ে সময় এবং সামাজিক জীবনের পরিবর্তনগুলোকে চিত্রিত করার ওপর জোর দেন এবং মানুষের কণ্ঠস্বর প্রকাশ করতে আবেগে পরিপূর্ণ ও সময়োপযোগী চীনা গল্প বলে থাকেন। চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা ক্রমাগত নতুন অলৌকিক ঘটনা তৈরি করছে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn