বাংলা

চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন উপাখ্যান

CMGPublished: 2022-11-02 11:22:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৩: সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস সাফল্যের সঙ্গে আয়োজনের পরপর কংগ্রেসকে উপজীব্য করে টিভি সিরিজ ‘আমাদের দশ বছর’ দেশের কেন্দ্রীয় মিডিয়া, স্থানীয় প্ল্যাটফর্ম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সম্প্রচার করা হয়েছে। চীনা চলচ্চিত্রের বাজারে ‘আমাদের দশ বছর’ গত দশ বছরের পরীক্ষা অতিক্রম করেছে এবং কষ্টের সম্মুখীন হয়ে শক্তিশালী জীবনীশক্তি দেখিয়েছে ও চিত্তাকর্ষক ফলাফল অর্জন করেছে।

আজকের অনুষ্ঠানে আমরা চীনা চলচ্চিত্রের বাজার গত দশ বছরে কেমন ছিল – তার ওপর দৃষ্টি দেব।

২০২১ সালের শেষ পর্যন্ত গত দশ বছরে চীনা চলচ্চিত্রের মোট বক্স অফিস আয় ছিল ৪০৭.০৯ বিলিয়ন ইউয়ান। শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমার দর্শক সংখ্যা ছিল ১১.৩ বিলিয়নের বেশি। চীনা চলচ্চিত্রের মোট বক্স অফিস আয় ছিল ২০২০ এবং ২০২১ সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি।

২০১২ সালের ডিসেম্বর মাসে ‘লস্ট ইন থাইল্যান্ড’ কমেডি চলচ্চিত্র প্রদর্শনের পর বক্স অফিস আয় অপ্রত্যাশিতভাবে এক বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। চীনা চলচ্চিত্রের উন্নয়নের দশ বছরে বক্স অফিসে দেশীয় চলচ্চিত্রের অনুপাত অনেক বিস্ময় সৃষ্টি করেছে।

২০২১ সাল নাগাদ দেশীয় বক্স অফিস মার্কেট শেয়ারের ৮৪.৪৯ শতাংশ দখল করেছিল।

গত দশ বছরে চীনের ফিল্ম অবকাঠামো নির্মাণ দৃঢ়ভাবে এগিয়ে গেছে। থিয়েটার নির্মাণ চীনের বক্স অফিসের দ্রুত প্রবৃদ্ধিতে সাহায্য করেছে। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের থিয়েটারের সংখ্যা অনেক বেড়েছে। চীনের প্রেক্ষাগৃহের সংখ্যা ২০১৩ সালে ছিলো ৩৬২২টি এবং ২০২১ সালে ১৪২০১টিতে দাঁড়িয়েছে।

তা ছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে সিনেমার পর্দার সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১২ সালে দেশব্যাপী সিনেমার পর্দার সংখ্যা ছিল ১৩১১৮টি; তবে, ২০২১ সালে তা ৮২,২৪৮টিতে দাঁড়িয়েছে। ২০১৬ সালের পর থেকে চীনের মূল-ভূখণ্ডে মোট পর্দার সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে। ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার চীনা চলচ্চিত্রের উন্নয়ন-বিষয়ক পরিকল্পনায়’ নির্ধারিত প্রত্যাশিত লক্ষ্য অনুসারে ২০২৫ সালের মধ্যে চীনে প্রেক্ষাগৃহে পর্দার মোট সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn