বাংলা

চীনা ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার কু ইং

CMGPublished: 2022-07-30 15:23:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গভীর মানবতাবাদী উদ্বেগযুক্ত কু ইংয়ের শিল্পকর্ম দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার ছবিগুলো একের পর এক পুরষ্কার জিতেছে।

অ্যান্টার্কটিক এবং উত্তর মেরুতে ছবি তোলার পর কু ইং ছিংহাই-তিব্বত মালভূমিতে ছবি তোলার ধারণা সৃষ্টি করেন।

ছিংহাই-তিব্বত মালভূমি, যা পৃথিবীর তৃতীয় মেরু হিসেবে পরিচিত, এখনও পৃথিবীর সবচে আদিম প্রাকৃতিক বাস্তুসংস্থান ধরে রেখেছে এবং বন্য প্রাণীদের কেন্দ্রীভূত এলাকাগুলোর মধ্যে একটি।

কু ইং বলেছেন, বন্য প্রাণীদের শুটিংয়ের বিষয়টি সেই সময় খুব কমই সম্পন্ন হয়েছিল। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ও প্রলোভন ছিল।

২০১৬ সালে কু ইং তিব্বতি গজেলের ছবি তুলতে ইয়াংজি নদী, হলুদ নদী ও লানছাং নদীর উত্স এলাকায় যান। প্রাকৃতিক পরিবেশের নানা বিপদের পাশাপাশি বন্য প্রাণীদের আক্রমণও কু ইংয়ের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

একবার তাঁবুর খাবারের গন্ধ একটি বাদামী ভালুককে টেনে আনে। বাদামী ভালুকটি তাঁবুর বাইরে দশ দিনের বেশি সময় ধরে ঘুরে বেড়ায়। কু ইং এতটাই ভয় পেয়েছিলেন যে, তিনি তাঁবু থেকে বের হবার সাহস পাননি। তিনি কেবল প্রতিবেলা পোরিজ খেতেন। টয়লেটে যাওয়া পরিমাণ কমাতে তিনি পানি পান করা বন্ধ করে দেন।

আরেকবার যখন কু ইং মনোযোগ দিয়ে তিব্বতি হরিণগুলোকে ছবি তুলছিলেন, তখন তিনি হঠাৎ দেখেন যে, সব তিব্বতি হরিণ পালিয়ে গেছে। কু ইং চারদিকে তাকান। দেখেন বাদামী ভালুক তার দিকে ছুটে আসছে। কু ইং চমকে ওঠেন। তিনি দ্রুত ছুটে যান গাড়ির দিকে। হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। বাদামী ভালুকটি তার থেকে মাত্র আট বা নয় মিটার দূরে ছিল। সৌভাগ্যক্রমে কু ইং ও ভাল্লুকের মধ্যে একটি বাধা ছিল। সেই বাধা বাদামী ভালুককে থামিয়ে দেয় এবং কু ইং সেই সুযোগে গাড়িতে উঠে যান।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn