বাংলা

চীনা ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার কু ইং

CMGPublished: 2022-07-30 15:23:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কু ইং,একজন চীনা ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার। ২০১৬ সালে তিনি কাছাকাছি পরিসরে তিব্বতি বাদামি ভাল্লুকের ছবি তোলার জন্য দীর্ঘ সময় ধরে স্থির হয়ে বসেছিলেন। তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র ৮ মিটার, অবশেষে তিনি দারুণ কিছু ছবি তোলেন। কিন্তু তাকে বাদামি ভালুকও দেখে ফেলে এবং ভাল্লুকের আক্রমণে তিনি প্রায় ধরাই পড়ে গিয়েছিলেন।

ছিংহাই-তিব্বত মালভূমি, যার গড় উচ্চতা চার হাজার মিটার, সেখানে কু ইং গত চার বছর ধরে বাস করছেন ও কাজ করছেন। সেখানকার বন্যপ্রাণী এবং তাঁর নানা গল্প রয়েছে।

এর আগে কু ইং জাতীয় প্যারাগ্লাইডিং দলের সদস্য ছিলেন এবং চারটি জাতীয় মহিলা প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ জয় করেছেন।

তিনি বলেছিলেন যে, নীল আকাশের প্রতি তার সহজাত ভালবাসা রয়েছে। তার মতে নীল আকাশ স্বাধীনতার প্রতীক। যাইহোক, ভাগ্য অকালে কু ইংকে তার নীল আকাশে ওড়ার অধিকার থেকে বঞ্চিত করেছিল।

২০০৯ সালে প্যারাগ্লাইডার জাতীয় দল যখন বিশ্বকাপের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন কু ইং ঘটনাক্রমে গতি হারিয়ে আকাশ থেকে পড়ে যান, যার ফলে দ্বিতীয় কটিদেশীয় কশেরুকায় ফ্র্যাকচার হয়। ডাক্তার কু ইংকে বলেছিলেন যে, তাকে অন্তত দুই বছর বিশ্রাম নিতে হবে, তা না হলে জটিল সমস্যা হতে পারে।

ভাগ্য কু ইংয়ের উড়ন্ত ডানা ভেঙ্গে দেয়, কিন্তু তার সামনে আরেকটি সম্ভাবনা তুলে ধরে।

নিঃসঙ্গতা দূর করার জন্য কু ইং বিছানা থেকে উঠার পর পরই ফটোগ্রাফি শিল্পে একদল বন্ধুর সাথে ছবি তুলতে ঘুরে বেড়ানো শুরু করেন। তিনি তার বন্ধুর সরঞ্জাম ব্যবহার করেছিলেন কালো মুখের স্পুনবিলের ছবি তোলার জন্য। যখন তিনি কালো মুখের স্পুনবিলের পাখা খুলে ফেলতে দেখেছিলেন, তখন কু ইং অনুভব করেন যে, তার হৃদয় পাখির সাথে নীল আকাশে ফিরে এসেছে। অর্থাৎ, সেই দিন থেকে, কু ইং ভারি ক্যামেরা ব্যাগ নিয়ে পাখি ও বন্য প্রাণীর ছবি তোলাকে উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করা শুরু করেন।

বন্য প্রাণীর প্রতি কু ইং-এর অসাধারণ ভালোবাসা রয়েছে। দৈবক্রমে কু ইং মেরু ভালুক নিয়ে একটি তথ্যচিত্র দেখেন, তাই তিনি মেরু ভালুকের জন্ম দেওয়ার ছবি ধারণ করতে চান। পরে তিনি ‘এমপেরর পেঙ্গুইনের’ প্রজননের ছবি তুলতে অ্যান্টার্কটিকায় যান। এভাবে, বন্য প্রাণীদের ছবি তোলার জন্য কু ইং কয়েক ডজন দেশ ভ্রমণ করেন। তিনি বলেন, তার কাজের মাধ্যমে, তিনি এই বিরল প্রাণীদের বসবাসের পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করবেন এবং প্রকৃতির প্রতি মানুষের মুগ্ধতা জাগ্রত করবেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn