বাংলা

মুল ভূভাগে হংকং চলচ্চিত্রের একীভূত হওয়ার পথ

CMGPublished: 2022-07-09 17:00:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘The Taking of Tiger Mountain’, ‘The Bravest’, ‘The Captain’ এবং ‘The Battle at Lake Changjin’সহ নানা চলচ্চিত্র থেকে সহজেই দেখা যায় যে, হংকংয়ের চলচ্চিত্র নির্মাতারা নিজ নিজ সুবিধাকে কাজে লাগিয়ে বাণিজ্যিকীকরণের পদ্ধতিতে মুলধারার চলচ্চিত্রগুলো আরো আকর্ষণীয় করতে পারেন।

হংকংয়ের চলচ্চিত্র পরিচালক লিন ছাও সিয়েন বা ড্যান্তে ল্যাম বলেন, ‘চীনা গল্প বলা আমাকে কৃতিত্বের অনুভূতি এবং সুখের অনুভূতি দিতে পারে।’ ‘Operation Mekong’, ‘OPERATION RED SEA’ এবং ‘The Battle at Lake Changjin’সহ এসব উত্তেজনাপূর্ণ কাহিনী দেশের উন্নয়নের প্রেক্ষাপটে সৃষ্টি করা হয়েছে। মন দিয়ে ইতিহাস জানার চেষ্টা করলে দারুণভাবে মুগ্ধ হবেন। ফলে তীব্র দায়িত্ববোধ ও রচনার ইচ্ছা সৃষ্টি হবে।

হংকং ফেডারেশন অফ লিটারারি অ্যান্ড আর্ট সার্কেলসের চেয়ারম্যান মা ফেংকুও বলেন, ‘হংকংয়ের চলচ্চিত্র নির্মাতারা মুলভূভাগে ভালোভাবে কিছু করতে পারার প্রধান কারণ পুরোপুরি হংকংয়ের চলচ্চিত্র শিল্পের সুবিধা ছাড়াও, হংকং চলচ্চিত্র নির্মাতারা মুল ভূভাগের মুল সুর এবং মূল্যবোধের স্বীকৃতি দেওয়া।’

২০২১ সালের নভেম্বর মাসে মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধ সংক্রান্ত ‘The Battle at Lake Changjin’ মুভি হংকংয়ে মুক্তি পায়। মুক্তি পাওয়ার প্রথম দিনে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মোট ১৪৯বার তা প্রদর্শিত হয়। কোনো কোনো সময় তার টিকিট পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।

হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা থিয়েন ছি ওয়েন বলেন, ‘The Battle at Lake Changjin’ মুভি হংকংয়ে প্রদর্শনের পর থেকে দেখা যায়, চলচ্চিত্রের মাধ্যমে মাতৃভূমি প্রসঙ্গে হংকংবাসীর জানাশোনার ইচ্ছা বেড়ে যাচ্ছে। বিষয়বস্তুগত পণ্য হিসেবে চলচ্চিত্র ভবিষ্যতে হংকং এবং মুলভূভাগের স্বদেশবাসীদের ভাবানুভূতির বিনিময় বেগবান করতে সক্ষম এবং হংকংবাসীদের দেশ সম্পর্কে আরো ভালোভাবে জানার ক্ষেত্রে সহায়ক হবে।

জাতীয় ১৪তম পাঁচসালা পরিকল্পনায় হংকংকে চীন এবং বিদেশের সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময় কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা দেওয়ার কথা বলা হয়। এটি হংকংয়ে সাংস্কৃতিক বিকাশের বর্তমান চাহিদাগুলোর প্রতি দেশের ইতিবাচক জবাব দেওয়ার প্রতিক্রিয়া। হংকংয়ে 'এক দেশ, দুই ব্যবস্থার’ অনন্য সুবিধা পালন করা এবং হংকং ও মূল ভূখণ্ডের মধ্যে সাংস্কৃতিক বিনিময় অব্যাহত রাখা উচিত্। যা হংকং এবং মুল ভূভাগের চলচ্চিত্র ও টিভি মহলের সমন্বিত উন্নয়নের জন্য নিঃসন্দেহে শক্তিশালী চালিকাশক্তি প্রদান করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn