'সবুজ মাঠ' নামে প্রামাণ্যচিত্রের থিমসংয়ের জন্মস্থান: সিনচিয়াংয়ের কোকোদালা
২৬ মে:১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী উদযাপনের উপহার হিসেবে 'সবুজ মাঠ' নামে এক প্রামাণ্যচিত্রের কাজ শুরু হয়। চলচ্চিত্রটির চিত্রগ্রহণের কাজ সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি কাউন্টি-স্তরের শহর কোকোদালাতে শুরু হয়।
সেই সময় দশ হাজারেরও বেশি মানুষ ওখানে মরুভূমি পুনরুদ্ধারের কাজ করতেন। একদিন সন্ধ্যায় প্রামাণ্যচিত্রের পরিচালক চাং চিয়া ই ও সুরকার থিয়েন ক্য ঘোড়ার পিঠে চড়ে তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ ‘দুতার’ দিয়ে বাজানো সুরেলা সুর তাদের কানে ভেসে আসে। ঘোড়া চালিয়ে তারা দু’জন সুরের দিকে এগিয়ে যান। তখন তারা দেখেন যে, সূর্যাস্তের নীচে একদল যুবক তাদের শিকারকে ঘিরে বনফায়াররে গ্রিল করছিল; আর তাদের মধ্যে একজন তরুণ দুতার বাজিয়ে গান গাইছিল।
পরিচালক চাং চিয়া ই তাকে জিজ্ঞাস করলেন, তোমরা কি গাইছ?
উত্তরে তরুণ বলেন, আমরা মনের কথা, শ্রম, ভালোবাসা ও কোকোদালার আগামীকাল গাইছি।
যে দুজন শিল্পী গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, তারা সাথে সাথে সুরটি লিখে নেন। তারা গানের কথায় তাল মেলান এবং পুনরায় গানটি তৈরি করেন। সেই রাতে, কোকোদালা থেকে এক প্রাণময় গানের ধারা প্রবাহিত হয়। প্রামাণ্যচিত্রটি সারা দেশে মুক্তি পাওয়ার সাথে সাথে ‘প্রেইরি নাইট’ নামের সেই গানটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
গানের কথাগুলো এমন, ‘সুন্দর রাত এত প্রশান্ত যে, তৃণভূমিতে শুধু আমার দুতারের সুর শোনা যায়। আমি দূরের মেয়েটিকে চিঠি লিখতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত চিঠি ডেলিভারি দেওয়ার কোনো পোস্টম্যান নেই ...’
‘ওরিয়েন্টাল সেরেনাড’ হিসেবে পরিচিত এই গানটি শুধু সুরই সুন্দর নয়, বরং এর কাব্যিক ছন্দও উৎকৃষ্ট মানের। এতে তৃণভূমির রাতের সৌন্দর্য, যুবক-যুবতীর মধুর ভালবাসা এবং ভবিষ্যতের প্রতি মানুষের প্রত্যাশার কথা বলা হয়েছে।