বাংলা

চীনের বিখ্যাত অভিনেতা চাং কুয়াং বেই

CMGPublished: 2022-03-17 10:52:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছর চাং কুয়াংবেই পঞ্চমবারের মতো দুই অধিবেশনে অংশ নিয়েছেন। দেশের প্রধান নীতি ও নীতির বিষয়ে পরামর্শ দিতে পেরে তিনি খুব খুশি। এই বছর সিপিপিসিসি’র সভায়, তিনি নিজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সাহিত্য ও শিল্পকর্মের দৃষ্টিকোণ থেকে পারফরমিং আর্ট অ্যাসোসিয়েশন এবং সোসাইটিগুলির নির্মাণ ও বিকাশের বিষয়ে পরামর্শ করেন।

তিনি বলেন, চলচ্চিত্র ও টেলিভিশন কর্মী হিসাবে, আমাদের অবশ্যই সিপিসি, দেশ, জনগণ এবং হিরোর প্রশংসা করে নানা শিল্পকর্ম নির্মাণ করা উচিত্। আরও বাস্তব, স্পর্শকাতর এবং প্রগতিশীল চলচ্চিত্র ও টেলিভিশন নাটক তৈরি করতে হবে। চলতি বছর, ‘Drawing Sword’ টিভি নাটকের নামে চলচ্চিত্র প্রদর্শিত হয়। এতে তিনি আবার ছু ইউনফেই চরিত্রে অভিনয় করেন। তিনি বলেন, চলচ্চিত্রটিতে মাত্র একটি পর্যায়ের গল্প তুলে ধরা হয়েছে। টিভি নাটকের চেয়ে এটি আলাদা। তবে, চলচ্চিত্র বা টিভি নাটক, যাই হোক, তাদের মানসিক অবস্থা, দৃষ্টিভঙ্গি এবং রচনার দিক একই, ‘তলোয়ার খুলে ফেলা’ চেতনাও বাঁচিয়ে রাখা হয়।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn