বাংলা

চীনের বিখ্যাত অভিনেতা চাং কুয়াং বেই

CMGPublished: 2022-03-17 10:52:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চাং কুযাং বেই ‘Romance of the Three Kingdoms’ নামে টিভি নাটকের লুই বু’র চরিত্রে অভিনয় করেন এবং ‘Drawing Sword’ টিভি নাটকে ছু ইউন ফেই’র চরিত্রে অভিনয় করেন। নৌবাহিনীর একজন সদস্য থেকে অভিনেতা পর্যন্ত, তিনিই বিভিন্ন চরিত্রের চ্যালঞ্জ গ্রহণ করেছেন। ২০১৮ সালে তার ভিন্ন একটি নতুন পরিচয় তৈরি হয়। তিনি চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র সদস্য হন। এই পরিচয়কে তিনি অনেক গুরুত্ব দেন। প্রতি বছর তিনি মনোযোগ দিয়ে গবেষণা করেন এবং সক্রিয়ভাবে নিজের প্রস্তাব ও মতামত দেন।

চলতি বছরের দুই অধিবেশন চলাকালে তিনি আবার ‘তলোয়ার খুলে ফেলার’ চেতনা এবং মুভি ও টিভি শিল্পের সঙ্গে জড়িত মানুষদের দায়িত্ব তুলে ধরেন। হয়তো এখানে অনেকে জানতে চাইবেন, ‘তলোয়ার খুলে ফেলার’ চেতনা মানে কি?

‘Drawing Sword’ টিভি নাটকে এমন একটি কথোপোকথন আছে। তা হলো ‘যখন সংকীর্ণ রাস্তায় দেখা হয়, তখন সাহসী পক্ষ জয়ী হয়! উজ্জ্বল তলোয়ার আমাদের সেনাবাহিনীর চেতনার প্রতিনিধিত্ব করে! প্রতিবন্ধকতার সামনে ভয় দেখানো উচিত্ নয়, বরং সাহসের সাথে তা মোকাবিলা করা উচিত্। ব্যর্থতা ভয়ংকর নয়, সবচে ভয়ংকর বিষয় হলো- প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার সাহস না থাকা। শক্তিশালী শত্রুর সামনে দাঁড়ালেই তলোয়ার উন্মুক্ত করতে হবে।’

সিপিপিসিসি’র সদস্য হিসেবে চাং কুয়াং বেইয়ের ধারণায় ‘‘তলোয়ার খুলে ফেলা’ আত্মা মানে কি?তিনি বলেন,

‘তলোয়ারের খুলে ফেলা’ হল এক ধরনের জাতীয় চেতনা এবং এক ধরনের দেশপ্রেমিক চেতনা। ‘Drawing Sword’ টিভি নাটকে তার অভিনীত ছু ইউনফেই’র একটি কথা তার মনে গভীর দাগ কাটে। তা হলো দেশের স্বার্থ ও জাতীয় স্বার্থ সবকিছুর উপরে। একজন চীনা হিসাবে, ‘তলোয়ারের খুলে ফেলা’ আত্মা হল এক ধরণের মানসিক অবস্থা, যা দেশ ও জাতির উন্নয়নের জন্য সর্বদা শক্তিতে পরিপূর্ণ।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn