বাংলা

চীনের বিখ্যাত অভিনেতা চাং কুয়াং বেই

CMGPublished: 2022-03-17 10:52:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নতুন যুগে কীভাবে ‘তলোয়ার খুলে ফেলার’ চেতনা লালন করা যায়? এই প্রশ্নের উত্তর দেন চাং কুয়াং বেই। বর্তমানে ‘তলোয়ারের খুলে ফেলা’ চেতনার আধুনিক সমাজে বাস্তবসম্মত অর্থও আছে। তিনি বলেন, বিগত একশ’ বছরে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণের ধনী হওয়া এবং শক্তিশালী হওয়ার মহান লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় ‘একশ বছরের লক্ষ্যের’ দিকে দেশে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। পূর্বপুরুষদের ‘তলোয়ার খুলে ফেলার’ চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া উচিত্। ‘তলোয়ার খুলে ফেলার’ চেতনার প্রভাবে আমাদের দেশ ও জাতি নিঃসন্দেহে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

২০২২ সালের ১০ ফেব্রুয়ারি জাতীয় রেডিও ও টেলিভিশন সাধারণ প্রশাসন ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনাকালে চীনের টিভি নাটক বিকাশের পরিকল্পনা’ প্রকাশ করে, যা চীনের টিভি নাটক বিকাশের দিকনির্দেশনা এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখেছিল। চীনের চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্প বিকাশের একজন অভিজ্ঞ সাক্ষী হিসাবে চাং কুয়াংবেই মনে করেন, চীনের চলচ্চিত্র এবং টেলিভিশন নাটক নির্মাণের কাজগুলো আগের চেয়ে অনেক ভাল হয়ে উঠছে। তা ছাড়া, কীভাবে চীনা চলচ্চিত্র এবং টিভি সিরিজগুলিকে আরও ভালোভাবে নির্মাণ করা যায়, সে সম্পর্কে তিনি নিজের পরামর্শও দিয়েছেন।

তিনি বিশ্বাস করেন, চমৎকার সাহিত্য ও শিল্পকর্মকে সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত এবং সময়ের স্পন্দন থেকে শিল্পের স্পন্দন অনুভব করা উচিত। সাম্প্রতিক বছরগুলিতে, ‘The Battle at Lake Changjin’এবং ‘Crossing the Yalu River’সহ বেশ কয়েকটি চমৎকার মূল ধারার চলচ্চিত্র এবং টেলিভিশন নাটক দর্শকদের সামনে হাজির হয়েছে। এসব শিল্পকর্ম সময়ের উন্নতি, সামাজিক পরিবেশ এবং মানুষের আবেগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এগুলো দর্শকদের অনুপ্রাণিত করে এবং দর্শকদের মধ্যে অভিন্ন আবেদন সৃষ্টি করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn