বাংলা

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল সিনেমা

CMGPublished: 2022-02-10 10:35:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বিখ্যাত পরিচালক লু ছুয়ান বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল সিনেমার পরিচালনা করেছেন।

অলিম্পিকের অফিসিয়াল সিনেমা হলো একটি অলিম্পিক ডকুমেন্টারি ফিল্ম, যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক চার্টার’ অনুযায়ী নির্মিত এবং প্রতিটি অলিম্পিক গেমসের আয়োজক শহরের উদ্যোগে তৈরি করা হয়েছে।

এখন পর্যন্ত অলিম্পিকের অফিসিয়াল ফিল্মের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। এসব মুভিতে শত বছর ধরে অলিম্পিক মহাসম্মেলনের তথ্য রেকর্ড করা হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভিতে চীনের সার্বিক কার্যক্রমের প্রতিশ্রুতি পালন করা এবং মহামারীর নেতিবাচক প্রভাবের মধ্যেও শীতকালীন অলিম্পিক আয়োজনসহ বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।

লু ছুয়ান বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল ফিল্মের পরিচালক হতে পেরে তিনি খুব গর্বিত। তিনি বলেন, ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ প্রসঙ্গে তার জানাশোনা গভীর হওয়ার পাশাপাশি মহামারীর প্রেক্ষাপটে চীন সরকার এবং চীনা জনগণের বিশাল প্রচেষ্টা যত বেশি অনুধাবন করা যায়, আমরা ততবেশি উদ্বুদ্ধ হবো। ২০২২ সালে বেইজিং শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল মুভি পরিচালকের দায়িত্ব পালন করা কঠিন কাজ। আমার কাঁধে ভারী দায়িত্ব এসেছে।’

লু ছুয়ান বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভিতে খেলোয়াড়কে ফোকাস করে ‘বেইজিংয়ের স্টেডিয়াম নির্মাণ’ এবং মহামারী প্রকোপের পর ‘স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিরে আসা’—এই দুটি বিষয়কে সামনে রেখে ‘২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতির সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হয়। চীন কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং চাপ গ্রহণ করে শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি নেওয়া এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য করেছে—তারই ওপর দৃষ্টিপাত করা হয়েছে এ মুভিটিতে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn