বাংলা

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল সিনেমা

CMGPublished: 2022-02-10 10:35:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বিখ্যাত পরিচালক লু ছুয়ান বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল সিনেমার পরিচালনা করেছেন।

অলিম্পিকের অফিসিয়াল সিনেমা হলো একটি অলিম্পিক ডকুমেন্টারি ফিল্ম, যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক চার্টার’ অনুযায়ী নির্মিত এবং প্রতিটি অলিম্পিক গেমসের আয়োজক শহরের উদ্যোগে তৈরি করা হয়েছে।

এখন পর্যন্ত অলিম্পিকের অফিসিয়াল ফিল্মের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। এসব মুভিতে শত বছর ধরে অলিম্পিক মহাসম্মেলনের তথ্য রেকর্ড করা হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভিতে চীনের সার্বিক কার্যক্রমের প্রতিশ্রুতি পালন করা এবং মহামারীর নেতিবাচক প্রভাবের মধ্যেও শীতকালীন অলিম্পিক আয়োজনসহ বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।

লু ছুয়ান বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল ফিল্মের পরিচালক হতে পেরে তিনি খুব গর্বিত। তিনি বলেন, ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ প্রসঙ্গে তার জানাশোনা গভীর হওয়ার পাশাপাশি মহামারীর প্রেক্ষাপটে চীন সরকার এবং চীনা জনগণের বিশাল প্রচেষ্টা যত বেশি অনুধাবন করা যায়, আমরা ততবেশি উদ্বুদ্ধ হবো। ২০২২ সালে বেইজিং শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল মুভি পরিচালকের দায়িত্ব পালন করা কঠিন কাজ। আমার কাঁধে ভারী দায়িত্ব এসেছে।’

লু ছুয়ান বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভিতে খেলোয়াড়কে ফোকাস করে ‘বেইজিংয়ের স্টেডিয়াম নির্মাণ’ এবং মহামারী প্রকোপের পর ‘স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিরে আসা’—এই দুটি বিষয়কে সামনে রেখে ‘২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতির সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হয়। চীন কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং চাপ গ্রহণ করে শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি নেওয়া এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য করেছে—তারই ওপর দৃষ্টিপাত করা হয়েছে এ মুভিটিতে।

অলিম্পিকের অফিসিয়াল মুভি বরাবরই আন্তর্জাতিক সমাজের কাছে গুরুত্ব পায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বহু বছর ধরে অলিম্পিক অফিসিয়াল মুভি’র সংরক্ষণ করছে। বেইজিং শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল ফিল্মটিও একটি ঐতিহাসিক সাক্ষী হিসাবে সংরক্ষণ করা হবে। অফিসিয়াল ফিল্ম রচনার প্রক্রিয়ায় ফিল্ম বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা গ্রুপ গঠন করা হয়; যাতে প্রাসঙ্গিক বিভাগের বিশেষজ্ঞ, পেশাদার কলেজের পণ্ডিত এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়। তারা চলচ্চিত্র তৈরির জন্য সংশ্লিষ্ট পরামর্শ প্রদান করে।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভিবিষয়ক বিশেষজ্ঞ ও উপদেষ্টা গ্রুপের নেতা চাং হো পিং অফিসিয়াল মুভির কাজকর্মের স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘লু ছুয়ান একজন খুব ভালো পরিচালক। তিনি অনেক উল্লেখযোগ্য শিল্পকর্ম শুটিং করেছেন। বর্তমানে অফিসিয়াল মুভি’র নির্মাণকাজ চলছে।’

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিকসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিচালক হিসেবে চাং ই মৌ অফিসিয়াল ফিল্ম দেখতে খু আগ্রহী। তিনি বলেন, প্রামাণ্যচিত্র শুটিং করা আসলেই খুব জটিল কাজ। তবে শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল ফিল্ম নিঃসন্দেহে সুন্দর, রোমান্টিক এবং সাংস্কৃতিক ও শৈল্পিক মূল্য অনেক।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভির প্রস্তুতিমূলক কাজ ২০২০ সালে শুরু হয়। এখন পর্যন্ত নানা সাক্ষাত্কার ও তথ্য সংগ্রহের মাধ্যমে অফিসিয়াল মুভি’র চূড়ান্ত স্ক্রিপ্ট, প্রতিযোগিতা আগের শুটিং, দেশি-বিদেশি খেলোয়াড়দের অলিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতিমূলক কাজ এবং পরীক্ষা-নিরীক্ষা প্রতিযোগিতার শুটিং কাজ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতার সংশ্লিষ্ট বিষয়ের শুটিং কাজ শিগগিরি শুরু হবে। এ বছরের প্রথমার্ধে শুটিংয়ের কাজ শেষ হবে এবং এই বছরেই প্রকাশ করা হবে বলে অনুমান করা হচ্ছে।

লিলি/তৌহিদ

Share this story on

Messenger Pinterest LinkedIn