বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল সিনেমা
অলিম্পিকের অফিসিয়াল মুভি বরাবরই আন্তর্জাতিক সমাজের কাছে গুরুত্ব পায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বহু বছর ধরে অলিম্পিক অফিসিয়াল মুভি’র সংরক্ষণ করছে। বেইজিং শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল ফিল্মটিও একটি ঐতিহাসিক সাক্ষী হিসাবে সংরক্ষণ করা হবে। অফিসিয়াল ফিল্ম রচনার প্রক্রিয়ায় ফিল্ম বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা গ্রুপ গঠন করা হয়; যাতে প্রাসঙ্গিক বিভাগের বিশেষজ্ঞ, পেশাদার কলেজের পণ্ডিত এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়। তারা চলচ্চিত্র তৈরির জন্য সংশ্লিষ্ট পরামর্শ প্রদান করে।
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভিবিষয়ক বিশেষজ্ঞ ও উপদেষ্টা গ্রুপের নেতা চাং হো পিং অফিসিয়াল মুভির কাজকর্মের স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘লু ছুয়ান একজন খুব ভালো পরিচালক। তিনি অনেক উল্লেখযোগ্য শিল্পকর্ম শুটিং করেছেন। বর্তমানে অফিসিয়াল মুভি’র নির্মাণকাজ চলছে।’
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিকসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিচালক হিসেবে চাং ই মৌ অফিসিয়াল ফিল্ম দেখতে খু আগ্রহী। তিনি বলেন, প্রামাণ্যচিত্র শুটিং করা আসলেই খুব জটিল কাজ। তবে শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল ফিল্ম নিঃসন্দেহে সুন্দর, রোমান্টিক এবং সাংস্কৃতিক ও শৈল্পিক মূল্য অনেক।
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মুভির প্রস্তুতিমূলক কাজ ২০২০ সালে শুরু হয়। এখন পর্যন্ত নানা সাক্ষাত্কার ও তথ্য সংগ্রহের মাধ্যমে অফিসিয়াল মুভি’র চূড়ান্ত স্ক্রিপ্ট, প্রতিযোগিতা আগের শুটিং, দেশি-বিদেশি খেলোয়াড়দের অলিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতিমূলক কাজ এবং পরীক্ষা-নিরীক্ষা প্রতিযোগিতার শুটিং কাজ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতার সংশ্লিষ্ট বিষয়ের শুটিং কাজ শিগগিরি শুরু হবে। এ বছরের প্রথমার্ধে শুটিংয়ের কাজ শেষ হবে এবং এই বছরেই প্রকাশ করা হবে বলে অনুমান করা হচ্ছে।
লিলি/তৌহিদ