বাংলা

অলিম্পিকের পর চীনের প্রামাণ্যচিত্রের অবস্থা ও উন্নতি

CMGPublished: 2022-01-20 09:01:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমস সফলভাবে আয়োজন করায় ক্রীড়া খাতে নাগরিকদের অংশগ্রহণের নতুন পর্যায় শুরু হয়েছে। বেইজিং অলিম্পিক গেমস বিশ্বের জন্য শক্তিশালী ও আত্মবিশ্বাসী এক চীনকে তুলে ধরা ছাড়াও, ব্যাপকভাবে চীনা জাতির আত্মসম্মান ও গর্ব বাড়িয়ে তুলেছে এবং ক্রীড়ার প্রতি চীনা নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

অলিম্পিক গেমস চলাকালে অলিম্পিকের থিমযুক্ত ক্রীড়ার প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে, ফলে এমন ধরনের প্রামাণ্যচিত্রের প্রতি সাধারণ জনগণের উপলব্ধি এবং অনুভূতি গভীরতর হয়ে উঠেছে। ক্রীড়া সংস্কৃতির সুগভীর পরিবেশের মধ্যে ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রের উদ্ভাবন এবং দর্শকসংখ্যা বৃদ্ধির খাতে বহুমুখী উন্নয়ন বাস্তবায়িত হয়েছে।

একদিকে ইন্টারনেট যুগ আসার সঙ্গে সঙ্গে ক্রীড়াবিষয়ক তথ্যচিত্র যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্প্রচার প্লাটফর্ম পরিবর্তন ঘটিয়েছে। কিছু বেসরকারি নির্মাণ সংগঠন ও ব্যক্তি ভিডিও ওয়েবসাইটে নিজের তৈরি ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রও পোস্ট করেন। ইন্টারনেটে দেখা যাওয়া দর্শকদের সঙ্গে নির্মাণ পদ্ধতি যোগাযোগের চ্যানেল তৈরি করা হয়েছে এবং ক্রীড়াবিষয়ক তথ্যচিত্র সম্প্রচারের সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। অন্যদিকে নির্মাণের মান আরও বেড়েছে। প্রযুক্তি ও সরঞ্জামসহ বিভিন্ন হার্ডওয়ার সুবিধা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে স্পোর্টস ডকুমেন্টারিগুলো প্রতিযোগিতা ও চরিত্রের প্রতি উদ্দেশ্যমূলক রেকর্ড করা নয়, বরং উচ্চ স্তরে চিত্রের ভাষা এবং সিনেমাটিক অনুভূতির পরিমার্জনও অনুসরণ করে। সম্পাদনা, সাউন্ডট্র্যাকিং, কালার গ্রেডিং ইত্যাদি, নানা দিকের সমন্বয়ে অত্যাধুনিক উত্পাদনের দিক থেকে ক্রীড়া তথ্যচিত্রের ক্রমাগত বিকাশ করতে সক্ষম হয়েছে।

তা ছাড়া, জনগণের সামাজিক সংস্কৃতি বৈচিত্র্যময় হয়ে ওঠার সাথে সাথে ক্রীড়ার আওতা বাড়ছে। আরো বেশি ইভেন্ট ক্রীড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ক্রীড়াবিষয়ক প্রামাণ্যচিত্রের থিম এবং থিমের আওতা আরো বৈচিত্র্যময় হয়ে উঠেছে। সংস্কৃতি বিকশিত হচ্ছে এবং সংস্কৃতিকে প্রকাশ করে এর উত্তরাধিকার করা প্রামাণ্যচিত্রও সময় বিকাশের সঙ্গে সঙ্গে বিকশিত হতে পারে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn