২০২১ সালে চীনের চলচ্চিত্র
চায়না ফিল্ম অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন একাডেমির অধ্যাপক ইন হোং বলেন, ব্যক্তি থেকে শুরু করে শক্তিশালী ধারা, ওডিটোরি সেন্সের উপর জোর দেওয়া হলো মূলধারার নতুন চলচ্চিত্র নির্মাণের মৌলিক নিয়ম। শুধুমাত্র এই ধরনের নিয়মের অধীনে তৈরি চীনা চলচ্চিত্রের ইতিহাস ও ভবিষ্যৎ উন্নয়নের সংযোগে অগ্রগতি হবে।
২০২১ সালে দুর্দান্ত যুদ্ধের দৃশ্য তৈরি থেকে শুরু করে বিদেশে শুটিং করা পর্যন্ত, চীনা চলচ্চিত্রগুলোতে ২০২১ সালে একটি মর্মান্তিক ‘ব্লকবাস্টার অনুভূতি’ উপস্থাপন করেছে।
‘The Battle at Lake Changjin’ চলচ্চিত্রকে উদাহরণ হিসেবে বলা যায়, চলচ্চিত্রে যুদ্ধের বীরত্বপূর্ণ দৃশ্যগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। শুটিং থেকে সম্পাদনা পর্যন্ত চলচ্চিত্রের কর্মকর্তাদের সংখ্যা ১২ হাজারে হয়েছে।
আরেকটি চলচ্চিত্র ‘১৯২১’। এটি ব্যাপক হাই-টেক প্রযুক্তি দিয়ে এডিট করা হয়েছিল। এই চলচ্চিত্রের সহ-পরিচালক চেং তা শেং বলেন, মহামারীর কারণে ইউরোপে গিয়ে চলচ্চিত্রটির শুটিং করা সম্ভব হয় নি। তাই শাংহাইয়ে উচ্চ-প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ দৃশ্য দেখানো হয়।
চমকপ্রদ বক্স অফিস, থিমের বৈচিত্র্য এবং চলচ্চিত্র শিল্পের ক্রমাগত উন্নয়নের স্তর, বিগত বছর আমার দেশের বড় পর্দা দুর্দান্ত ও রঙিন হয়েছে।
‘কার্যকরভাবে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ভিত্তিতে, ‘২০২১ সালে আমার দেশীয় চলচ্চিত্রের বক্স অফিস পারফরম্যান্স চমৎকার হয়েছে বলে মনে করা হয়। এটি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে, আমাদের দেশের চলচ্চিত্রের বাজারের সত্তা, নির্মাতা এবং দর্শক গোষ্ঠী ক্রমশই পরিণত হয়ে উঠেছে। চলচ্চিত্র শিল্প উচ্চ-মানের উন্নয়নের দিকে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।’ শাংহাই বিশ্ববিদ্যালয়ের শাংহাই ফিল্ম একাডেমির অধ্যাপক লিউ হাইপো এভাবেই বলছিলেন।