বাংলা

২০২১ সালে চীনের চলচ্চিত্র

CMGPublished: 2022-01-13 09:48:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালে চীনা চলচ্চিত্রের বক্সঅফিস ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছিলো এবং চলচ্চিত্র শিল্পে শক্তিশালী সক্ষমতা দেখা দিয়েছিল।

পহেলা জানুয়ারি চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরোর প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে চীনের চলচ্চিত্রের মোট বক্সঅফিসের আয় হয় ৪ হাজার ৭শ ২৫ কোটি ৮০ লাখ ইউয়ান এবং এর মধ্যে চীনা চলচ্চিত্রের বক্সঅফিসের আয় হয় ৩ হাজার ৯শ ৯২ কোটি ৭০ লাখ ইউয়ান। যা বক্সঅফিসের মোট আয়ের ৮৪.৪৯ শতাংশ। সারা বছর বক্সঅফিস অব্যাহতভাবে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছিল।

‘Hi, Mom’ নামের চলচ্চিত্রে মাতৃ প্রেমের উষ্ণতা বর্ণনা করা হয়েছে, ‘My Country, My Parents’ চলচ্চিত্রে পিতামাতার প্রজন্মের নিঃস্বার্থ উৎসর্গের প্রশংসা করা হয়েছে, ‘Chinese Doctors’ নামে চলচ্চিত্রে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর চিকিত্সকদের পরিশ্রম এবং ‘The Battle at Lake Changjin’ নামের চলচ্চিত্র মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দানের চেতনা ফুটে উঠেছে। চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে যুগের চেতনা প্রতিফলন করেছেন, চীনের চলচ্চিত্র শিল্পের দ্রুত পুনরুদ্ধার ও উন্নয়ন এগিয়ে নিয়েছেন, ব্যাপক মানুষের পার্টি ও দেশপ্রেমের উত্সাহ চাঙ্গা করেছেন এবং সিপিসি’র শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন।

শ্রেষ্ঠ শিল্পকর্মের মাধ্যমে বক্স অফিসে ভালো ফলাফল অর্জন ছিলো গত বছর চীনের চলচ্চিত্র বাজারের উল্লেখযোগ্য সাফল্য।

জাতীয় চলচ্চিত্র ব্যুরোর পরিসংখ্যান থেকে দেখা যায়, বিগত বছর চীনে মোট ৫৬৫টি ফিচার ফিল্ম তৈরি হয়। সারা বছর বক্সঅফিসের আয়ে প্রথম দশটি চলচ্চিত্রের মধ্যে ৮টি হলো দেশীয় চলচ্চিত্র। এর মধ্যে ‘The Battle at Lake Changjin’ এবং ‘Hi, Mom’--এই দু’টি চলচ্চিত্র চীনা চলচ্চিত্রের ইতিহাসে বক্সঅফিসের প্রথম তিনটি স্থান দখল করে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn