২০২১ সালে চীনের চলচ্চিত্র
২০২১ সালের জাতীয় দিবসের ছুটিতে প্রদর্শিত ‘The Battle at Lake Changjin’ চলচ্চিত্রটি জাতীয় দিবসের ছুটির সময় বক্সঅফিসে রেকর্ড সৃষ্টি করার পর অবশেষে ২০২১ সালের শেষ দিকে ৫৭৭.২ কোটি ইউয়ান আয় করে। এতে চীনা চলচ্চিত্রের ইতিহাসে বক্সঅফিসের চ্যাম্পিয়ন হয় চলচ্চিত্রটি। ‘Hi, Mom’ নামে চলচ্চিত্রটি বসন্ত উত্সবের ছুটির সময় প্রদর্শিত হয় এবং অবশেষে ৫৪০ কোটি ইউয়ান আয় করে বক্সঅফিসে তৃতীয় স্থান দখল করে।
উল্লেখিত দু’টি চলচ্চিত্র ছাড়া, ‘১৯২১’, ‘বিপ্লবী’, ‘Cliff Walkers’ এবং ‘সিস্টার’সহ অন্য ধরনের চলচ্চিত্র বক্স অফিসে খুব ভালো সাফল্য অর্জন করেছিল। এতে চীনের চলচ্চিত্র রচনার বৈশিষ্ট্যময় থিম এবং চলচ্চিত্র বাজারের বিশাল সম্ভাব্য শক্তি প্রতিফলিত হয়।
তা ছাড়া, পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে চীনে নতুন করে ৬৬৬৭টি স্ক্রিন তৈরি হয়েছে এবং এর মধ্য দিয়ে স্ক্রিনের মোট সংখ্যা ৮২২৪৮টিতে দাঁড়িয়েছে। স্ক্রিনের সংখ্যার দিক থেকেও বিশ্বের প্রথম দেশ চীন।
২০২১ সালে চীনের চলচ্চিত্র ব্যক্তিরা মহামারীসহ বিভিন্ন নেতিবাচক প্রভাব কাটিয়ে ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার’ ভালো সূচনা করে।
গত বছর চীনের চলচ্চিত্র বাজারের ওপর দৃষ্টি দিলে আমরা দেখি যে, প্রতিটি গুরুত্বপূর্ণ দিবসের ছুটিতে মূল ধারার চলচ্চিত্রগুলো খুব ভালো পারফরমেন্স করে।
মূলধারার নতুন সিনেমাগুলো সময়ের চেতনা এবং জনপ্রিয় শৈলীকে একত্রিত করে গত বছর দেশীয় চলচ্চিত্র বাজারের প্রধান শক্তি হয়ে ওঠে। এসব ফিল্মের থিম ও প্রযোজনা প্রযুক্তি উদ্ভাবন অব্যাহত রেখেছে। ধীরে ধীরে মূল ধারার ফিল্ম এবং বাণিজ্য মজবুত হয় এবং তা দর্শকদের মনোযোগ আকর্ষণ ও প্রশংসা কুড়ায়।
সৃজনশীল অভিব্যক্তি এবং বৈচিত্র্যময় উন্নয়ন সাধন মূলধারার চলচ্চিত্রের দর্শক- বিশেষ করে তরুণ দর্শকদের কাছাকাছি গিয়েছে। স্পাই ফিল্ম, অ্যাকশন ফিল্ম, ডিজাস্টার ফিল্ম, সাসপেন্স ফিল্ম... মূলধারার নতুন ফিল্মের ক্রমবর্ধমান বৈচিত্র্যময় থিম ও শৈলী বিভিন্ন বয়সের দর্শকদের থিয়েটারে টেনে নিয়ে যায়।