বাংলা

ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রের ইতিহাস

CMGPublished: 2022-01-06 14:36:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ক্রীড়ার ক্ষেত্রে চীন বড় রাষ্ট্র থেকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই সময় তথ্যচিত্রের ইতিহাস রেকর্ড করা এবং যুগের উন্নয়ন এগিয়ে নেওয়ার সামাজিক দায়িত্ব রয়েছে।

প্রথমে চলুন চীনের ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রের উন্নয়নের ইতিহাসের সঙ্গে পরিচিত হই।

ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রে প্রধানত ক্রীড়া ইভেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলোয়াড়সহ বিভিন্ন বিষয়ে শুটিং করা হয়। ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রে প্রতিযোগিতা ও মানুষের সমন্বয় সহজে রেকর্ড করা নয়, বরং যুগের প্রেক্ষাপট, সামাজিক জীবন এবং তখনকার যুগে ক্রীড়া শিল্প সম্পর্কে জনগণের ধারণা এবং মনোভাব প্রতিফলিত হয়। ক্রীড়াবিষয়ক তথ্যচিত্রের উদ্দেশ্য হলো সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষ ও সমাজের দৃষ্টিভঙ্গি থেকে ক্রীড়ার প্রভাবের ওপর দৃষ্টিপাত করা, গণমাধ্যমের দায়িত্বশীল চেতনা প্রকাশ করা এবং মহান ক্রীড়ার মনোভাব আরও ভালোভাবে জানার চেষ্টা করা।

চীনের ক্রীড়াবিষয়ক তথ্যচিত্র উন্নয়নের ইতিহাসের ওপর দৃষ্টি দিলে সহজেই দেখা যায়, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর ক্রীড়াবিষয়ক প্রামাণ্যচিত্রে ‘রাজনীতিকরণ’, ‘সংস্কৃতিকরণ’ এবং ‘বৈচিত্র্যতা’ এ তিনটি ধাপ অতিক্রম করেছে।

১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এই সুপ্রাচীন দেশ নানা প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে ধাপে ধাপে পুনরুদ্ধার হয়েছে। রাজনীতি, অর্থনীতি, সামরিক খাত ও সংস্কৃতি ধীরে ধীরে জেগে উঠেছে ও উন্নত হচ্ছে। ক্রীড়াবিষয়ক তথ্যচিত্র রচনায় প্রাথমিক সময় শুরু হয়েছে। ১৯৫৬ সালে ‘চিরদিন তরুণ’ এবং ১৯৫৭ সালে ‘আমরা তরুণ’ তথ্যচিত্রে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার শুরুতে ব্যাপক জনগণের ক্রীড়া তত্পরতা চালানোর দৃশ্য রেকর্ড করা হয়। ‘চিরদিন তরুণ’ তথ্যচিত্রে বিভিন্ন বয়স ও পেশার জনগণের ক্রীড়া তত্পরতার দৃশ্য ফুটে ওঠে। এতে কোনো নির্দিষ্ট ঘটনা ও প্লট ছিল না। বিভিন্ন পরিবেশে চীনা জনগণের ক্রীড়া তত্পরতা চালানোর বাস্তব অবস্থা তুলে ধরা হয় তথ্যচিত্রে এবং এতে চীনা জনগণের সুস্থ ও উন্নত মানসিক অবস্থা প্রকাশিত হয়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn