বাংলা

তুষার ও বরফকে থিম হিসেবে নির্মিত চলচ্চিত্রগুলো

CMGPublished: 2021-12-23 10:02:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০০৪ সালে মুক্তি পায় হলিউডের চলচ্চিত্র ‘ Miracle’। ১৯৮০ সালে নিউ ইয়র্ক রাজ্যের লেক প্লাসিডে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে আমেরিকান আইস হকি দল এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলার দৃশ্য তৈরি করা হয়।

তখনকার সোভিয়েত ইউনিয়নের দলটি ছিল নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত শক্তিশালী দল। আর মার্কিন দলটি বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয় দলের সদস্যদের নিয়ে গঠিত অপেশাদার দল। বলা যায়, অলিম্পিক গেমসের জন্য অস্থায়ী একটি দল সামষ্টিক শক্তি এবং সহযোগিতার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল।

তবে চলচ্চিত্রে কোচের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের এই দলটি শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়। তারপর তারা একত্রিত হয়ে দারুণ একটি খেলা খেলে এবং অপ্রত্যাশিতভাবে সোভিয়েত ইউনিয়নের দলকে টেনে নামায়। আইস হকি দলের সেই ‘অলৌকিক ঘটনা’ এখনও মার্কিন জনগণ মনে রেখেছে।

২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ধীরে ধীরে কাছে চলে আসছে। সেই সঙ্গে চীনে বরফ ও তুষার-কেন্দ্রিক নানা শিল্পকর্মও দেখা যাচ্ছে।

আসলে কয়েক বছর আগে চীনে বেশ কয়েকটি চমৎকার বরফ এবং তুষার-থিমযুক্ত চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। ১৯৯৯ সালে নির্মিত ‘আইস অ্যান্ড ফায়ার’ নামের চলচ্চিত্রটি চীনা স্পিড স্কেটার ইয়ে ছিওপো-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে দেখানো হয় যে, স্পিড স্কেটাররা দৃঢ় ইচ্ছাশক্তি এবং অসাধারণ অধ্যবসায়ের মাধ্যমে তাদের নিজেদের সীমা অতিক্রম করেছে, গুরুতর শারীরিক সমস্যা কাটিয়ে উঠেছে, কঠোর পরিশ্রম করেছে এবং অবশেষে আন্তর্জাতিক অঙ্গনে মাতৃভূমির জন্য সম্মান ছিনিয়ে এনেছে।

২০০৮ সালে প্রকাশিত ‘Heart of Ice’ মুভিটি গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম ফিচার ফিল্ম, যা তৃণমূল পর্যায়ে কোচদের বাস্তব গল্পের উপাদান হিসাবে তৈরি হয়েছে। চলচ্চিত্রটি চীনের হেই লোং চিয়াং প্রদেশের বিখ্যাত শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং প্রশিক্ষক মোং ছিং ইউ’র সত্যিকারের অভিজ্ঞতা তুলে ধরা হয়। তিনি চীনের বিখ্যাত শর্ট ট্র্যাক স্পিড স্কেটার ইয়াং ইয়াং ও ওয়াং মোংসহ বেশ কয়েকজন বিশ্ব-চ্যাম্পিয়ানকে প্রশিক্ষণ দিয়েছেন। মুভিতে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রশিক্ষক চাও হোং ছি’র গল্প বলা হয়। তিনি কীভাবে ‘লিটল ব্রিকেটস’ নামে পরিচিত দরিদ্র শিশুদের একটি দলকে একত্রিত করে কঠিন এবং এমনকি নিষ্ঠুর প্রশিক্ষণের মাধ্যমে অবশেষে একটি জাতীয় বিখ্যাত স্পিড স্কেটিং দলে পরিণত করেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn