তুষার ও বরফকে থিম হিসেবে নির্মিত চলচ্চিত্রগুলো
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করা হবে। ২০০৮ সালে বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিকের পর এটি হলো চীনে অনুষ্ঠেয় আরেকটি ক্রীড়া মহাসম্মিলনী।
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট সি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এবং শীতকালীন প্যারালিম্পিকের প্রস্তুতিমূলক কাজের খোঁজ-খবর নেন। এতে শীতকালীন অলিম্পিক নিয়ে জনগণের উদ্দীপনা আবারও জেগে ওঠে।
শীতকালীন অলিম্পিক গেমসের কথা উল্লেখ করলে বরফ ও তুষার-জনিত ক্রীড়ার কথা বলতেই হয়। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে তুষার ও বরফ-বিষয়ক কয়েকটি ক্ল্যাসিকাল চলচ্চিত্রের ওপর দৃষ্টি দেবো।
সবাই জানে, ক্রীড়া প্রতিযোগিতায় গল্পের অভাব হয় না। সর্বশেষের মুহূর্তে খেলা উল্টে যায়। তাই ক্রীড়া বিষয়ক অধিকাংশ চলচ্চিত্র সত্যিকারের গল্প অবলম্বনে তৈরি হয়।
১৯৯৩ সালে প্রদর্শিত ‘Cool Runnings’ মুভিতে সত্যিকার একটি অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়।
জ্যামাইকান কৃষ্ণাঙ্গ ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ আরভিং ব্রিটজ একটি প্রতিযোগিতায় হেরে যাওয়ার পর অন্য তিনজন কৃষ্ণাঙ্গের সঙ্গে সেদেশের প্রথমটা ববস্লেড দল প্রতিষ্ঠা করেন। তারপর তারা চারজন ১৯৮৮ সালে ক্যালগারি শীতকালীন অলিম্পিক গেমসের জন্য প্রশিক্ষণ নিতে কানাডায় যান।
তারা গ্রীষ্মমণ্ডলীয় মাতৃভূমি থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসের পরিবেশে গিয়ে হাজির হন। শারীরিক শক্তি, প্রযুক্তি ও জীবনযাত্রার অভ্যাসের অসুবিধাগুলো সহজেই কল্পনা করা যায়। একই সঙ্গে, তাদের স্বদেশিদের উপহাস এবং আন্তর্জাতিক দর্শকদের সন্দেহও সহ্য করতে হবে। তবে তাদের চারজনকে নিয়ে গঠিত এই বিশেষ দল ১৯৮৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসে অন্য প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করে এবং স্লেজ দৌড় প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
এই ছবির থিম খুবই অনুপ্রেরণামূলক, কিন্তু পুরো ছবির শৈলীই স্বস্তিদায়ক ও মজার। অনেক হাসির দৃশ্য আছে। দর্শকেরা হাসি ধরে রাখতে পারেন না।