টিকা খাতে চীনের সহযোগিতার প্রশংসা জানাতে প্রামাণ্যচিত্র তৈরি করেছে জিম্বাবুয়ে-China Radio International
‘ভিক্টোরিয়া শহরের বাসিন্দারা চীনের টিকা গ্রহণ করেছেন। এসব টিকা আমাদের গ্রুপ অনাক্রম্যতা বাস্তবায়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জিম্বাবুয়ে ও চীনের টিকা খাতে সহযোগিতার ফলে ভিক্টোরিয়া শহরের বাসিন্দারা টিকা পেয়েছেন।’
জিম্বাবুয়েতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুও শাও ছুন বলেন, চীন ও জিম্বাবুয়ের টিকা খাতে সহযোগিতার মাধ্যমে জিম্বাবুয়ের মহামারী নিয়ন্ত্রণে এসেছে এবং আবারও অর্থনীতি ও সমাজের উন্নয়ন স্বাভাবিক পথে শুরু হয়েছে। তিনি বলেন,
‘আমি আনন্দের সঙ্গে দেখতে পাই যে, চীনের টিকার সাহায্যে জিম্বাবুয়েতে দেশজুড়ে টিকাদান পরিকল্পনা কার্যকরভাবে নভেল করোনাভাইরাসে সংক্রমণের হার ও মৃত্যুর হার কমিয়ে দিয়েছে। ভিক্টোরিয়া শহরের মতো কোনো কোনো জায়গায় গ্রুপ অনাক্রম্যতা বাস্তবায়িত হয়েছে এবং পর্যটন খাতও পুনরুদ্ধার হয়েছে। জনগণের জীবন স্বাভাবিক হয়ে উঠেছে।’
বর্তমানে জিম্বাবুয়ে সরকার সারা দেশে ব্যাপকভাবে টিকাদানের কাজ এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে এবং গ্রুপ অনাক্রম্যতা বাস্তবায়িত হবে।