বাংলা

চীনা চলচ্চিত্রের প্রযুক্তিগত উন্নয়ন-China Radio International

criPublished: 2021-10-21 11:13:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সিনে ফিল্ম যুগ থেকে ডিজিটাল চলচ্চিত্রের সহাবস্থান এবং ডিজিটাল চলচ্চিত্র যুগে প্রবেশ করা পর্যন্ত চলচ্চিত্র শিল্পে বিজ্ঞান ও প্রযুক্তি মৌলিক পরিবর্তন হয়েছে।

মহামারীর পরবর্তী যুগে চীনের চলচ্চিত্র শিল্প কীভাবে নানা প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে লড়াই করবে? কীভাবে বড় স্ক্রিনে প্রদর্শিত চলচ্চিত্রের গুণগত মান বাড়বে? কীভাবে দর্শকগণ প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র উপভোগে আগ্রহ পাবে?

সম্প্রতি একাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বিজ্ঞান ও প্রযুক্তির ফোরামে চলচ্চিত্র-সংশ্লিষ্ট মানুষ বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে চলচ্চিত্রকে উন্নত করা এবং চীনের চলচ্চিত্র শিল্পের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চলচ্চিত্র হলো প্রযুক্তিগত অগ্রগতির পণ্য এবং চলচ্চিত্রের বিকাশ অবশ্যই প্রযুক্তি দ্বারা চালিত হতে হবে। ‘মূল প্রযুক্তিগত সাফল্য অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই স্বাধীন উদ্ভাবনের পথ অবলম্বন করতে হবে।’ চায়না ইনস্টিটিউট অফ ফিল্ম সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র প্রধান চাং ওই বলেন, চীনা চলচ্চিত্র প্রযুক্তির বিকাশ ‘বরফ ভাঙা’ থেকে ‘ওঠা’ পর্যন্ত একটি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চায়না ফিল্ম টেকনোলজি অত্যাধুনিক, মৌলিক ও মূল প্রযুক্তির গবেষণা ও উন্নয়নকে শক্তিশালী করে তুলেছে এবং বড় ধরনের নানা প্রযুক্তিগত সমস্যা সমাধান করেছে, এতে যুগান্তকারী অগ্রগতিও অর্জিত হয়েছে।

২০১১ সালে স্বাধীন মেধাস্বত্বের অধিকারী ‘চায়না জায়ান্ট স্ক্রিন’-এর জন্ম হয়। এবার চায়না ফিল্ম টেকনোলজি প্রথমবারের মতো হাই-এন্ড জায়ান্ট স্ক্রিন প্রজেকশন মার্কেট বিদেশি ব্র্যান্ডের একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে।

তারপর থেকে চায়না ফিল্ম টেকনোলজি ধারাবাহিকভাবে লেজার প্রজেকশন, ফিল্ম ক্লাউড প্রোডাকশন এবং থ্রিডি স্টেরিওস্কোপিক প্রজেকশন সিস্টেমে প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে। ২০১৯ সালে, চীনের প্রথম CINITY সিস্টেমটি শাংহাই সিনেমাসে চালু হয়েছিল, যা উদ্ভাবনী ফোর-কে, থ্রি-ডি, উচ্চ উজ্জ্বলতা, উচ্চ ফ্রেম রেট, উচ্চ গতিশীল পরিসীমা, প্রশস্ত রঙের পরিধি, নিমজ্জিত শব্দ এবং অন্যান্য উচ্চ প্রযুক্তি দিয়ে সারা বিশ্বে ফিল্ম প্রজেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ মানে পরিণত হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn