বাংলা

চীনা চলচ্চিত্রের প্রযুক্তিগত উন্নয়ন-China Radio International

criPublished: 2021-10-21 11:13:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চাং বলেন, আজকাল, চীনা চলচ্চিত্র প্রযুক্তি বিশ্বের চলচ্চিত্র প্রযুক্তির ‘নেতার’ পদে আসীন হচ্ছে।

চীনের ফিল্ম সায়েন্স ও টেকনোলজি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়া এবং শিল্প ব্যবস্থা ক্রমশ সম্পূর্ণ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে ‘The Wandering Earth’ এবং ‘The Battle at Lake Changjin’সহ বিভিন্ন শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্ম হয়, এসব চলচ্চিত্রের স্পেশাল এফেক্টস দেশীয় কোম্পানি দিয়ে করা হয়েছে এবং আন্তর্জাতিক উচ্চ মানে পৌঁছেছে।

‘সাম্প্রতিক বছরগুলোতে চীনা চলচ্চিত্রগুলো দ্রুত বিকাশের মূল কারণ হলো চলচ্চিত্র প্রযুক্তির বিকাশ এবং এ নিয়ে গবেষণা ও ব্যবহারের উপর জোর দেওয়া। চায়না ফিল্ম আর্কাইভের ডেপুটি ডিরেক্টর চাং সিও কুয়াং মনে করেন যে, চীনা চলচ্চিত্রগুলোকে সুযোগ ও চ্যালেঞ্জ দিয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবনের গতি এবং প্রযুক্তিগত প্রয়োগের ক্ষমতা বাড়ানো প্রয়োজন।

প্রযুক্তির দ্রুত বিকাশ এবং নতুন গণমাধ্যমের পুনরাবৃত্তিমূলক ইন্টিগ্রেশন চলচ্চিত্র শিল্পের জন্য উচ্চ মানের দাবি জানিয়েছে এবং ঐতিহ্যবাহী সিনেমা প্রজেকশনেও একটি নির্দিষ্ট প্রভাব ফেলেছে। চায়না ফিল্ম লিমিটেড কোম্পানির প্রধান প্রকৌশলী লেই চেন ইয়ু বলেন, চীনের চলচ্চিত্র শিল্পের ডিজিটাল রূপান্তরের পর থেকে প্রযুক্তিগত বিপ্লবের মাধ্যমে চীনের চলচ্চিত্র শিল্প দশ বছরেরও বেশি সময়ের মধ্যে দ্রুত বিকশিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে, অডিও ও ভিডিও ক্ষেত্রে নতুন প্রযুক্তির জনপ্রিয়তা ও প্রয়োগ চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ফিল্ম ইন্ডাস্ট্রি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কিভাবে দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে হবে তা ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘এই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রযুক্তিগত সৃজনশীলতার ওপর নির্ভর করে চলচ্চিত্রের সামষ্টিক গুণগত মান এবং চলচ্চিত্র উপভোগের অনুভূতি উন্নত করা উচিত্।

চলচ্চিত্র-সংক্রান্ত লোকেরা বিশ্বাস করেন, প্রেক্ষাগৃহ শেষ হয়ে যাবে না এবং আরও প্রযুক্তিগত ও আরো ভালোভাবে বিকশিত হবে। চলচ্চিত্র প্রযুক্তির ক্রমাগত অগ্রগতি এবং শৈল্পিক অভিব্যক্তির ক্রমাগত উন্নতির সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ আগের মতো ভবিষ্যতেও একটি মোহনীয় স্থানে পরিণত হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn