বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রোমানিয়ার চলচ্চিত্র ‘নো রেস্ট ফোর দ্য লেডি’-China Radio International
পরিচালক অ্যান্দ্রেই গ্রুজনিজকি আগে সেদেশের জাতীয় কোষাগার-স্তরের ফিল্ম মাস্টার লুসিয়ান পিন্টিলের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে অ্যান্দ্রেই গ্রুজনিজকি বলেন, পরিচালক পিন্টিলের সঙ্গে সহযোগিতা করা আমার জন্য দারুণ ব্যাপার। বলা যায়, লুসিয়ান পিন্টিলে আমার দ্বিতীয় স্কুল। আমি অনেক কিছু শিখেছি। যেমন- কীভাবে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সমন্বয় ঘটানো যায় প্রভৃতি।
বিনিময়ের সময় কোনো কোনো দর্শক জিজ্ঞাস করেন যে, ভায়োলিন বাজানো একজন বুড়ো মানুষ ছবিতে তিনটি জায়গায় উপস্থিত হন। ছবিতে আমরা দেখেছি যে, তিনি যে সংগীত বাজান- তবে তা নিখুঁত নয়। এই ধরনের ত্রুটিপূর্ণ সংগীত কি প্রবীণদের অনুভূতি তুলে ধরতে পারে? উত্তরে পরিচালক বলেন, আসলে পাণ্ডুলিপিতে সেই বেহালাবাদকের কোনো নকশা ছিলো না। আমি তাকে শুটিং সাইটে দেখেছি। তাকে খুব পছন্দ করেছি। আমি তাকে চলচ্চিত্রে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সংগীত ব্যবহারের মাধ্যমে সময় অতিবাহিত হওয়া এবং ঘটনার বিকাশকে চিহ্নিত করতে চেয়েছিলাম। হ্যাঁ, তার বাজানো সংগীত নিখুঁত নয়। কিন্তু আসলে কিছুই নিখুঁত নয়, জীবন নিখুঁত নয়, শিল্প নিখুঁত নয়। আমরা সংগীতের ব্যবহার দিয়ে মানুষের বয়স বেড়ে যাওয়ার কথা প্রকাশ করেছি, সেই সঙ্গে আমরা তারুণ্যের কথাও স্মৃতিচারণ করছি।
লিলি/তৌহিদ/শুয়ে