বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রোমানিয়ার চলচ্চিত্র ‘নো রেস্ট ফোর দ্য লেডি’-China Radio International
২০ সেপ্টেম্বর রাতে একাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের গালিচায় দু’শতাধিক অতিথি, প্রায় ৩০টি চলচ্চিত্রের প্রধান নির্মাণকারী, অভিনেতা ও অভিনেত্রী আবির্ভূত হন।
আসলে প্রতিবারের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের লাল গালিচা হলো মিডিয়া ও চলচ্চিত্র ভক্তদের মনোযোগের কেন্দ্রবিন্দু। চলতি বছর থিয়েনথান পুরস্কারের প্রধান প্রতিদ্বন্দ্বিতার ইউনিটে মোট ১৫টি চলচ্চিত্র অন্তর্ভুক্ত হয়েছিল। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বৈশিষ্ট্য হিসেবে চলতি বছর ‘বেইজিংয়ের প্রদর্শন ইউনিট’ প্রায় তিনশ’ দেশি-বিদেশি শ্রেষ্ঠ চলচ্চিত্র ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শন করে। এ বছর বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জনগণের সাংস্কৃতিক চাহিদা পূরণের পাশাপাশি এর বৈশ্বিক প্রভাবও বেড়েছে।
এখন সবাই মিলে ‘No Rest for the Old Lady’ নামে রোমানিয়ার একটি চলচ্চিত্রের ওপর নজর দেবো। এ চলচ্চিত্রটি দশম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান প্রতিদ্বন্দ্বিতার ইউনিটে অন্তর্ভুক্ত হয়। এ চলচ্চিত্র বেইজিংয়ের বাওলি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এর পরিচালক অ্যান্দ্রেই গ্রুজনিজকি এবং প্রযোজক অ্যান্দ্রিয়া দুমিত্রেসকু ভিডিও লিংকের মাধ্যমে দর্শকদেরকে কৃতজ্ঞতা জানান এবং চীনা দর্শকদের সঙ্গে চলচ্চিত্র তৈরির অনুভূতি ভাগাভাগি করেন। দর্শকদের সঙ্গে চলচ্চিত্রের থিম ও খুঁটিনাটি বিষয়ে মজাদার কথা বলেন তারা।
প্রথমে এ চলচ্চিত্রের প্রধান বিষয়ের সঙ্গে পরিচিত হবো। এতে প্রায় বিচ্ছিন্ন একটি গ্রামে বাস করা দু’জন বৃদ্ধ এমির ও তিতি’র মৈত্রীর ওপর ফোকাস করা হয় এবং একই সাথে ভূত ও দেবতাদের রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়, যা এখনও রোমানিয়ার কিছু গ্রামীণ এলাকায় রয়েছে। চলচ্চিত্রের কাহিনী এমিরের স্ত্রী স্মারান্ডার মৃত্যুর ৪০ দিন পর একটি স্মারক সেবা থেকে শুরু হয়। ভালো বন্ধু তিতির মনে স্মারান্ডার মৃত্যুর জন্য গভীর অনুভূতি আছে। একদিকে এমির ভূত বিশ্বাস করেন না এবং অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পছন্দ করে না। অন্যদিকে তিতি মনে করেন, স্মারান্ডার আত্মা তার জন্য ঝামেলা সৃষ্টি করেছে। তিনি অনুভব করেন যে, তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এবং বাকি দিনগুলি গণনা করা যায়। তিতিকে উত্সাহ দিতে এমির তাকে সাহায্য করা শুরু করেন।